এইদিন ওয়েবডেস্ক,শোপিয়ান,১৩ মে : আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন। সেনার গুলিতে নিকেশ হয়েছে লস্কর-ই-তৈবার এক সন্ত্রাসবাদী । আরও দুই সন্ত্রাসবাদী আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে গুলির লড়াই এখনও চলছে।
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার শুকরু কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, নিরাপত্তা বাহিনী সেখানে একটি ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করে।কর্মকর্তারা জানিয়েছেন,সন্ত্রাসীরা গুলি চালানোর পর তল্লাশি অভিযানটি একটি সংঘর্ষে পরিণত হয়। এতে লস্কর-ই -তৈবার এক সন্ত্রাসবাদী খতম হয় ।
কাশ্মীরের পহলগামে ইসলামি সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন হিন্দু পর্যটককের মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়েছে । সন্ত্রাসীদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। হামলায় যুক্ত সন্ত্রাসীরা পাকিস্তানে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে অনুমান। প্রত্যাঘাত হেনে পাকিস্তানের পঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরে মোট ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এতে প্রায় ১০০ জন জঙ্গি নির্মুল হয়েছে। তাদের মধ্যে লস্কর ও জইশের বেশ কয়েক জন শীর্ষ নেতা রয়েছে । পাকিস্তানের সন্ত্রাসের মদতপুষ্ট শাসক তাদের রাজকী ভাবে সম্মান জানায় ।।

