এইদিন ওয়েবডেস্ক,শোপিয়ান,০১ এপ্রিল : দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ইউটিউবার সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার দুই জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ । ধৃতরা হল রিয়াজ আহমেদ মিরের ছেলে সুহাইব রিয়াজ এবং মোহাম্মদ ইকবাল ওয়ানির ছেলে আনায়াত উল্লাহ ইকবাল । তারা শোপিয়ানের সাইদাপোরা পাইনের বাসিন্দা । পুলিশ জানিয়েছে যে ইউটিউবার সাংবাদিকের উপর জঙ্গি হামলা সংক্রান্ত মামলায় ডিএসপির নির্দেশে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছিল । তদন্ত চলাকালীন হামলায় যুক্ত সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের প্রথমে চিহ্নিত করা হয় । তারপর সুহাইব রিয়াজ ও আনায়াত উল্লাহ ইকবাল নামে ওই দুই সন্ত্রাসবাদীকে আটক করে জেরা করতেই তারা নিজেদের অপরাধের কথা কবুল করে । পুলিশ আরও জানিয়েছে যে তদন্তে জানতে পারা যায় দুজনেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন টিআরএফ-এর হাইব্রিড সন্ত্রাসবাদী হিসেবে কাজ করছিল ।
এদিকে ওই দুই সন্ত্রাসবাদীর কাছ থেকে একটি পিস্তল,পিস্তলের ম্যাগাজিন,৫ রাউন্ড কার্তুজ ছাড়াও সাইদাপোরা পাইন শোপিয়ান গ্রামের বাগানে পুলিশের একটি যৌথ দল হানা দিয়ে ৪৪ আর আর একটি আইইডি উদ্ধার করেছে ।।