এইদিন ওয়েবডেস্ক,কুয়ালালামপুর,১৬ ডিসেম্বর : শুক্রবার ভোর রাতে মালযেশিয়ায় ভূমিধ্বসে অন্তত ৮ জন নিহত হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ৫০ জন । এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধান চলছে বলে জানিয়েছেন স্থানীয় আধিকারিকরা । কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে গেনটিং হাইল্যান্ডসের জনপ্রিয় পাহাড়ি এলাকার বাইরে এই ঘটনাটি ঘটেছে । এই এলাকাটি রিসোর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ।
জানা গেছে, ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে প্রায় এক একর এলাকা জুড়ে ভূমিধ্বস হয় এদিন ভোরে । রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী,অন্তত ৯২ জন মানুষ ভূমিধ্বসের কবলে পড়ে । উদ্ধার অভিযানে ৮ টি মৃতদেহ উদ্ধার হয় । ৫৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে । উদ্ধার হওয়া ৭ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রসঙ্গত,সেলাঙ্গর হলো মালয়েশিয়ার সবচেয়ে ধনী রাজ্যগুলির মধ্যে অন্যতম । এর আগেও এই রাজ্যটি ভূমিধসের শিকার হয়েছে। এই অঞ্চলে এখন বর্ষা মৌসুম চলছে তবে সেখানে বৃহস্পতিবার রাতে কোনও ভারী বৃষ্টি বা ভূমিকম্প রেকর্ড করা হয়নি বলে জানা গেছে ।।