এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),১৪ আগস্ট : পশ্চিম বর্ধমান জেলার কাজোরা পঞ্চায়েতের সেন্ট্রাল কাজোরা কোলিয়ারি এলাকায় জমিতে আচমকা ধস নামতে শুরু করেছে ৷ শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় । এদিকে ধসের কারনে রেশমের গুটি চাষ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় চাষীদের মাথায় হাত পড়ে গেছে ৷ চাষ বন্ধ হয়ে গেলে কিভাবে সংসার চলবে তা নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে সেন্ট্রাল কাজোরা কোলিয়ারি সংলগ্ন এলাকায় সরকারি সহায়তায় গড়ে ওঠে রেশম গুটি চাষ । এলাকার চাষীদের নিয়ে তৈরি হয় সমবায় সমিতি । সমিতির সদস্যরা এই চাষের কাজের সাথে যুক্ত রয়েছেন । এদিন সকালে হঠাৎই এলাকায় ধসের ঘটনা ঘটে ।প্রায় কুড়ি ফুট বাই কুড়ি ফুট জায়গা জুড়ে ধসের ফলে বসে যায় মাটি । আতঙ্ক ছড়ায় চাষের কাজে যুক্ত সমিতির সদস্যদের মধ্যে ।
মানিক রুইদাস নামে এক চাষী জানান, গাছ লাগানোর পর রেশম গুটি হতে ৪৫ দিন সময় লাগে ইতিমধ্যে ২৫ দিনের কাজ হয়ে গেছে । এমন অবস্থায় ধস নামায় আজ থেকে সে কাজ বন্ধ করে দিতে হচ্ছে । এই অবস্থায় চাষের কাজ চালু রাখলে যেকোনো সময় বড় বিপদ হতে পারে । চাষ বন্ধ হাওয়াই আর্থিক ক্ষতি হবে ।প্রশাসনের কাছে আর্থিক ক্ষতি পূরণের আর্জি জানানো হবে বলেও জানান তিনি ।
এদিকে ধসের জায়গা থেকে কয়েক’শ মিটার দূরে রয়েছে একটি বেসরকারি বিএড কলেজ । স্থানীয় বাসিন্দাদের অনুমান আগে এখানে হয়তো কোনও খনি ছিল । লাগাতার বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে ধস নামতে শুরু করেছে । ইসিএলের এক আধিকারিক জানিয়েছেন,ধসে যাওয়া জায়গাটি মাটি দিয়ে ভরাট করার পর ঘিরে ফেলা হবে ।।