প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুন : বালির অবৈধ কারবার বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি প্রশাসনিক সভা থেকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।কিন্তু তার পরেও অব্যাহত থাকে বালি মাফিয়াদের দৌরাত্ব । আর এটা য়ে নিছক কথার কথা নয়,সেটা বালির অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হাড়ে হাড়ে টের পেলেন পূর্ব বর্ধমান জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ও পুলিশ ।
বালির অবৈধ কারবারের বিরুদ্ধে সোমবার পুলিশকে সঙ্গে নিয়েই শক্তিগড় থানা এলাকায় অভিযান চালাতে গিয়ে ছিলেন জেলার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কয়েকজন অফিসার।অভিযোগ তাঁদের দেখেই কয়েকজন গাড়িতে চেপে এসে অভিযানে বাধা দেয়। এরপর রণমূর্তি ধারণ করে অসাধু বালি কারবারী দলের ওইসব লোকজন ভূমি দফতরের আধিকারিকদের হেনস্তা করার পাশাপাশি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। পুলিশ গাড়ির চালককেও মারধর করে ,এমনকি তাঁর মোবাইল ফেনটিও ভেঙে দেয় । ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদেরও মারতে উদ্যত হয় ওই হামলাকারীরা । চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় ।
এই ঘটনার পর শক্তিগড় থানার দ্বারস্থ হন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ।গোটা ঘটনা বৃত্তান্ত উল্লেখ করে ওই দিনই জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার কিরিটি মুখোপাধ্যায় শক্তিগড় থানায় এফাআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শক্তিগড় থানায় পুলিশ সরকারি কর্মচারিকে কাজে বাধা দেওয়া, কর্তব্যরত অবস্থায় মারধর, হুমকি দেওয়া প্রভৃতি ধারায় মামলা রুজু হয়েছে। যদিও অভিযুক্তদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি।শক্তিগড় থানার এক অফিসার যদিও জানািয়েছেন, “অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় কেস রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনমাফিক পদক্ষেপ করা হবে ।।