এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ নভেম্বর : জাল নথি দাখিল করে জমির রেকর্ড পরিবর্তনের আবেদনের অভিযোগ ভূমি অফিসে এক মুহুরিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ ৷ ধৃত শেখ মহসিন রহমান ভাতার থানার বলগোনার বাসিন্দা । তাঁকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে । যার নামে ওই আবেদন করা হয়েছিল, তিনি বলগোনা এলাকারই বাসিন্দা চিরঞ্জীত চৌধুরী নামে এক ব্যক্তি । এই মামলায় ওই বক্তিও অন্যতম অভিযুক্ত । পুলিশ তাকে খুঁজছে । যদিও ধৃতের দাবি এই জালিয়াতির ঘটনায় তিনি জড়িত নন। আবেদনকারী নিজেই তথ্য জাল করেছেন।
ভূমি অফিস সূত্রে খবর,চিরঞ্জীত চৌধুরী গত আগষ্ট মাসে পৈতৃক সম্পত্তি নিজের নামে রেকর্ডভুক্ত করতে অনলাইনে আবেদন করেন। তবে তিনি বলগোনার বাসিন্দা হলে ঠিকানা দেন কর্জনা চটি । তার আবেদনের সঙ্গে সংযুক্ত নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে কারচুপি নজরে পড়ে ভূমি অফিসের ।
জানা গেছে,নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে ভাতারের ভূমি ও ভূমি সংস্কার অফিসের এক আধিকারিক দেখেন যে ওয়ারিশন সার্টিফিকেট যেটি জমা করা হয়েছে সেটি মাহাচান্দা গ্রামপঞ্চায়েতের প্যাডে লেখা। কিন্তু মাহাচান্দা গ্রামপঞ্চায়েতের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তারা সাফ জানিয়ে দেয় যে ওই মেমো নম্বরে কোনও ওয়ারিশন সার্টিফিকেট ইস্যুই করা হয়নি । তখন আধিকারিকের বুঝতে অসুবিধা হয় না যে জাল নথি দেখিয়ে সম্পত্তি রেকর্ড করার ষড়যন্ত্র করা হয়েছে । আধিকারিক আরও খোঁজ নিয়ে জানতে পারেন যে ভূমি অফিসে মুহুরির কাজ করা শেখ মহসিন রহমানের মাধ্যমে বলগোনার ওই ব্যক্তি জাল নথি তৈরি করে এবং অনলাইনে তথ্য বিকৃত করে মিউটেশনের আবেদন করেছেন।
জানা যায়, এরপর ভাতারের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তমালতরু মিশ্র শুক্রবার রাতে শেখ মহসিন রহমান ও চিরঞ্জীত চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন । এরপর প্রথমজনকে রাতেই গ্রেফতার করে পুলিশ । আজ শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।।
Author : Eidin.
