এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ নভেম্বর : কলকাতার আমর্হাস্ট স্ট্রিট থানায় অশোক কুমার সিং নামে এক ৪২ বছরের ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার রাতে মৃত ব্যক্তির পরিবারকে সান্তনা দিতে তাদের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু । বিরোধী দলনেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আমহার্স্ট স্ট্রীট থানার সেকেন্ড অফিসার হরিদাস রায় নামে এক পুলিশ মমতা ব্যানার্জির দালাল আছে । সে সারারাত্রি ধরে অত্যাচার করেছে । সে আর রাজু নামে এক তার এক সহযোগী মিলে লোহার রড, কিলচড় মেরে অশোক সিংকে মেরে ফেলেছে ।’ আমাক স্ট্রীটের ওসি ও বিনিত গোয়েলরা এর পিছনে আছে বলেও তিনি দাবি করেন । থানার যে ঘরে ঘটনাটি ঘটেছিল, সেই ঘরের সিসিটিভি ফুটেজ পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর । শুভেন্দু অধিকারী বলেন,’বলাগড়ের বিধায়ক বলেন যে ‘এক বিহারি শত বিমারি । এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না পেলে আমরা লাল বাজার ঘেরাও করব,আমি নেতৃত্ব দেব।’ তিনি বলেন,’শুনছি যে আমহার্স্ট স্ট্রীটের একজন পুলিশকে ইতিমধ্যে আদালতে সরান হয়েছে ।’ পাশাপাশি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার দাবি তোলেন তিনি।
প্রসঙ্গত,গত চোরাই মোবাইল কেনার অপরাধে বুধবার আমর্হাস্ট স্ট্রিট থানায় ডেকে এনে লক আপের মধ্যে অশোক সিংকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। লক আপ থেকে দেহটি চ্যাঙদোলা করে বের করার একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে এক মহিলাকে চিৎকার করে বলতে শোনা গেছে যে ‘ওর যদি কিছু হয় তাহলে আপনাদেরও ছাড়ব না’ । আমর্হাস্ট স্ট্রিট থানার পুলিশের পক্ষ থেকে থানার কিছু সিসিটিভি ফুটেজ দেখিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করা হলেও,যে ঘরে অশোককে জেরা করা হয়েছিল সেই ঘরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই বলে দাবি করা হয় । ফলে এনিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে ।
পরিবারের পক্ষ থেকে থানার সিসিটিভি ফুটেজ চাওয়া হয়। কিন্তু তা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে । পাশাপাশি মৃতদেহের ময়নাতদন্ত কমান্ড, সেনা কিংবা অন্য কোনও কেন্দ্রীয় হাসপাতালে করানোর দাবি তোলে পরিবার । কিন্তু পুলিশের পক্ষ থেকে পরিবারের কোনো দাবিই মেনে না নেওয়ায় অবশেষে মৃতের ছেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় । মৃতের পরিবারের পাশে এসে দাঁড়ায় বিজেপি । হাইকোর্টে যান কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষও ।
শুভেন্দু অধিকারীর অভিযোগ,রাজ্যের পুলিশের অনেক অধঃপতন হয়ে গেছে । পুলিশ তৃণমূলের দলদাসে পরিনত হয়েছে। জিন্স প্যান্ট পরে মমতা ব্যানার্জির বাড়িতে মিষ্টির প্যাকেট বিলি করার কাজ করছে । এটা পুলিশের কাজ নয় ।।