এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ অক্টোবর : ১৯ বছর বয়সী লেডি ডন, যিনি বেশ কয়েকটি ফৌজদারি মামলায় ওয়ান্টেড, অবশেষে গ্রেপ্তার হয়েছেন। অনু ধনকর নামে ওই লেডি ডনকে নেপালে ঢোকার চেষ্টা করার সময় উত্তরপ্রদেশের লখিমপুর খেরি থেকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে এনেছে । আনু কুখ্যাত পর্তুগাল- ভিত্তিক গ্যাং লিডার হিমাংশু বাহুর সাইবার যুদ্ধের নেতা। প্লাস টু পর্যন্ত পড়া আনু গত বছর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে একসঙ্গে কাজ শুরু করেন।
১৮ জুন, গ্যাং লিডার হিমাংশু বাহুর প্রতিদ্বন্দ্বী গ্যাং অশোক প্রধান সংঘের আমান জুনকে গুলি করে হত্যা করা হয়। রাজৌরি গার্ডেনের বার্গার কিং আউটলেটে এই খুনের ঘটনা ঘটে। আনু খুন হওয়া আমান জুনকে বার্গারের দোকানে ডেকে নিয়ে আসে। গ্যাং লিডার হিমাংশু বাহু বিরোধী দলের লোকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে অনুকে ব্যবহার করেছিল। অনুর দুটি লক্ষ্য ছিল। প্রথমতঃ, বিলাসবহুল জীবনযাপন এবং দ্বিতীয়তঃ, আমেরিকান ভিসা। অনুকে তার কাজের জন্য বেতন দেওয়া হত । গ্যাংস্টার নেতা হিমাংশু বাহুও আমেরিকায় স্পনসরশিপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনুর পদ্ধতি ছিল জাল নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে মানুষকে ফাঁসানো।।