• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হল সাংবাদিক প্রশিক্ষণশালা

Eidin by Eidin
December 15, 2021
in রকমারি খবর
কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হল সাংবাদিক প্রশিক্ষণশালা
টাউন হলে সাংবাদিক প্রশিক্ষণশালা । বর্ধমান ।
8
SHARES
111
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জী,বর্ধমান,১৫ ডিসেম্বর : একটা সময় সংবাদ জগত ছিল শহর কেন্দ্রিক। মুষ্টিমেয় সংবাদপত্রের কয়েকজন সাংবাদিক মূলত শহর কেন্দ্রিক সংবাদ পরিবেশন করত। কালেভদ্রে গ্রামগঞ্জের খবর স্থান পেত। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে সংবাদ জগতেরও বিবর্তন ঘটে। শহরের সীমা অতিক্রম করে সংবাদ জগত প্রবেশ করে গ্রামের অন্দরমহলে। শহর কেন্দ্রিক সংবাদপত্রের সঙ্গে পাল্লা দিয়ে সংবাদ পরিবেশন করতে থাকে স্থানীয় পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকাগুলো। স্থানীয় টিভি বা ইউটিউব চ্যানেলগুলোও সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে থাকে। পাশাপাশি সংবাদ পরিবেশনে অনলাইন পোর্টালগুলোর ভূমিকা অস্বীকার করা যায়না । সংবাদ জগতে সাংবাদিক হিসাবে আবির্ভাব ঘটে অনেক নতুন মুখের। আর্থিক কারণে ছোট ছোট মিডিয়া হাউসগুলোর পক্ষে নতুন সাংবাদিককুলের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়না। ফলে কর্মক্ষেত্রে অনেককেই সমস্যায় পড়তে হয়। অনেকেই বুঝতে পারেনা কোনটা খবর, কোনটা খবর নয়। কোন খবরটা করা উচিত কোনটা নয়। খবর করার সময় নিজের নিরাপত্তার জন্য কি কি তথ্য বা হার্ড কপি রাখতে হবে। অথবা কখনই বা ‘ক্রস চেক’ করতে হবে। প্রেস অ‍্যাক্টই বা কি। এরকম অসংখ্য সমস্যা সমাধান করতে এগিয়ে আসে কুমুদ সাহিত্য মেলা কমিটি (ট্রাস্ট)। সাংবাদিকদের স্বার্থে গত ১২ ই ডিসেম্বর বর্ধমান শহরের টাউন হলে আয়োজন করা হয় এক সাংবাদিক প্রশিক্ষণশালার। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কয়েকটি দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকা ও অনলাইন পোর্টাল এবং স্থানীয় টিভি ও ইউটিউব চ্যানেল ।
প্রশিক্ষণশালা কার্যত হয়ে উঠেছিল নক্ষত্রমেলা। বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ, উকিল, প্রশাসনের বিভিন্ন দপ্তরের বেশ কয়েকজন উচ্চ পদস্হ আধিকারিকদের সঙ্গে ছিলেন সংবাদ জগতের কয়েকজন বিখ্যাত সাংবাদিক। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহীদুল্লাহ মুন্সী, কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মণ্ডল, বর্ধমান কোর্টের সঞ্জয় ঘোষ, সংবিধান বিশেষজ্ঞ বৈদুর্য্য ঘোষাল, বাংলা স্টেটসম্যান পত্রিকার সম্পাদক শেখর সেনগুপ্ত, পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, সাংবাদিক প্রবীর চ্যাটার্জ্জী, রানা সেনগুপ্ত, উত্তাল ঘোষ, মুকুল রহমান, পার্থ চৌধুরী, অরূপ লাহা, আই.জে.এসের সম্পাদক দেবাশীষ দাস, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও অলোক মাজি, বর্ধমান পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য আইনুল হক, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় ও অপার্থিব ইসলাম এবং কুমুদ সাহিত্য মেলা কমিটির সমস্ত সদস্য সহ সমাজের বিভিন্ন স্তরের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব ।উপস্থিত সাংবাদিকদের করতালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন বিচারপতি শাহীদুল্লাহ মুন্সী। সহযোগিতা করেন মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।
বিচারপতি সহ প্রতিটি বক্তা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরুত্ব ও ভূমিকা উপস্থিত শতাধিক সাংবাদিকের সামনে তুলে ধরেন। তাদের মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা রেখে সত্য খবর পরিবেশনের পরামর্শ দেন। যেভাবে দেশের অসংখ্য সাংবাদিককে শাসক দলের রোষের শিকার হয়ে মিথ্যা মামলার মুখোমুখি হতে হচ্ছে সেই বিষয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন। প্রবীণ সাংবাদিকরা খবর সংগ্রহ করার সময় তাদের যেসব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে সেগুলি তাদের বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ নিতে আসা উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মাসের শেষে প্রতিটি সাংবাদিকের যাতে নির্দিষ্ট আয় হয় সেই বিষয়ে নজর দেওয়ার জন্য প্রতিটি বক্তা সরকার ও মিডিয়া হাউসগুলির কাছে অনুরোধ করেন। প্রতিটি সাংবাদিক যাতে স্বাধীন ভাবে কাজ করতে পারে তারজন্য তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেকেই সরকারের কাছে অনুরোধ করেন।

প্রশিক্ষণশালায় বিশিষ্ট সাংবাদিকরা । বর্ধমান টাউন হলে ।


উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও প্রশিক্ষণ নিতে আসা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন বলেন, ‘যেভাবে প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমি সবার কাছে কৃতজ্ঞ। তাদের জন্যই আজকের এই প্রশিক্ষণশালা সফল হয়েছে ।আগামী দিনেও প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের প্রশিক্ষণশালার আয়োজনের চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘যেসব সাংবাদিক শাসক দলের রোষে পড়ে মিথ্যা মামলার শিকার হন তাদের এবং প্রকৃত দুস্থদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য একটি আইনি সহায়তা কেন্দ্র স্থাপন করব।’।

Previous Post

সিঙ্গুরে টাটাদের পরিত্যক্ত কারখানার প্রবেশ পথের মুখেই শুরু হল বিজেপির ৩ দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি

Next Post

ভ্যাকসিন না নেওয়া কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে ! আল্টিমেটাম গুগুলের

Next Post
ভ্যাকসিন না নেওয়া কর্মচারীদের  চাকরিচ্যুত করা হবে !  আল্টিমেটাম গুগুলের

ভ্যাকসিন না নেওয়া কর্মচারীদের চাকরিচ্যুত করা হবে ! আল্টিমেটাম গুগুলের

No Result
View All Result

Recent Posts

  • ‘জোট সঙ্গী’ তৃণমূল দলের নেত্রীর হাতেই বেদম মার খেতে হল সিপিএমের প্রবীণ নেতাকে, প্রকাশ্য রাস্তায় ফেলে চলে জুতো-লাথি-ঘুঁষি
  • এফআইআর বাতিল চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ
  • ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল ইন্টার মিলান
  • জাহাজের ৪ তলা থেকে সমুদ্রে পড়ে গিয়েছিল শিশুকন্যা, তারপর এই ভয়ঙ্কর কান্ড ঘটালেন বাবা
  • পাকিস্তানপ্রেমী অভিনেতা নাসিরুদ্দিন শাহের নিন্দা করলেন পরিচালক অশোক পণ্ডিত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.