এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৩ মার্চ : ঘুঁষ নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় সাংসদ পদ খোয়াতে হয়েছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মিত্রকে । যদিও আসন্ন লোকসভা নির্বাচনে দল তাকে নদীয়া জেলার কৃষ্ণনগরেই প্রার্থী করেছে । কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক মুখেই সিবিআইয়ের তৎপরতায় ব্যাপক বিপাকে পড়ে গেছেন মহুয়া মৈত্র । আজ শনিবার সাতসকালেই মহুয়ার বাবা পেশায় ব্যবসায়ী ডিএল মৈত্রের আলিপুরের ‘রত্নাবলী’ নামে এক আবাসনের ফ্লাটে হানা দিয়ে তল্লাশি অভিযান শুরু করে সিবিআইয়ের প্রায় ১০ জন আধিকারিক৷ এবারে কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরীতলায় মহুয়া মৈত্রের কার্যালয়ে হানা দিল তদন্তকারী দল । দপ্তরটি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলার পর সিবিআইয়ের ৫ সদস্যের আধিকারিকের একটা দল ভিতরে ঢুকে তল্লাশি অভিযান শুরু করে । সিদ্ধেশ্বরীতলায় একটি বাড়ি ভাড়া নিয়ে দলের কাজকর্ম চালান মহুয়া । তবে তিনি এই বাড়িতে থাকেন না বলে জানা গেছে । রাজ্যে থাকলে তিনি সাধারণত নদীয়ার করিমপুরের বাড়িতেই থাকেন । তবে কার্যালয়ে তল্লাশি অভিযানের পর সিবিআই মহুয়ার করিমপুরের বাড়িতে হানা দেবে কিনা তা স্পষ্ট নয় ।।