এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৩ ডিসেম্বর : দক্ষিণ কোরিয়ার এক মহিলা ইউটিউবার ভারতে এসেছিলেন ভিডিও শ্যুট করতে । মুম্বাইয়ের রাস্তায় লাইভ স্ট্রিমিং করার সময় মোবিন চাঁদ মহম্মদ শেখ এবং মোহাম্মদ নকীব সদরেলাম আনসারি নামে দুই দুষ্কৃতীর কুনজর পড়ে যায় মিয়োচি নামে ওই কোরিয়ান ইউটিউবারের উপর । তারা ওই তরুনীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । বিষয়টি দূর থেকে লক্ষ্য করেন মুম্বাই-ভিত্তিক ব্লগার আদিত্য ও তাঁর সঙ্গী অথর্ব । তারা ওই দুই দুষ্কৃতীর হাত থেকে কোরিয়ান তরুনীর সম্ভ্রম রক্ষা করে দেশকে লজ্জার হাত থেকে বাঁচালেন । দুই দুষ্কৃতীর হাত থেকে বাঁচানোর জন্য কোরিয়ান তরুনী আদিত্য ও অথর্বকে শুধু ধন্যবাদই দেননি, বরঞ্চ তাদের সাথে ডিনারও করেছেন ৷ তিনি তার টুইটার হ্যান্ডেল সেই ছবিটি আপলোড করেছেন এবং তাঁর আনন্দ ভাগ করেছেন ।
কোরিয়ান মহিলা ইউটিউবার মিয়োচি ছবি পোস্টের পাশাপাশি টুইটারে লিখেছেন,’আদিত্য এবং অথর্ব-এর সাথে দুপুরের খাবার খেয়েছি,এই সেই দুই ভারতীয় ভদ্রলোক যারা মুম্বাইয়ের রাস্তায় যখন আমি সমস্যায় পড়েছিলাম তখন আমাকে বাঁচিয়েছিলেন ।’
মায়োচি মুম্বাইয়ের খারের ব্যস্ত এসভি রোডে ভিডিওটি লাইভ-স্ট্রিমিং করছিলেন তখন থেকেই তাঁর পিছু নিয়েছিল মুবিন শেখ এবং মোহাম্মদ আনসারি । প্রচুর লোকজনের মাঝে তারা কোরিয়ান তরুনীর হাত ধরে টানাটানি করে । একজন দুষ্কৃতী মেয়েটিকে জোর করে চুম্বন করে । তরুনী তাদের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু ওই দুই দুষ্কৃতী তাঁর পিছু ধাওয়া করে । তারা তরুনীর নাম জিজ্ঞাসা করে,মোবাইল নম্বর দিতে বলে । জোর করে তাঁকে বাইকে তোলার চেষ্টা করে । ইতিমধ্যে বিষয়টি দেখতে পেয়ে সেখানে এসে উপস্থিত হন মুম্বাই-ভিত্তিক ব্লগার আদিত্য । তিনি ওই দুই দুষ্কৃতীর কাছে গিয়ে চলে যাওয়ার জন্য বলেন । তারা চলেও যায় । এদিকে হাঁফ ছেড়ে বাঁচেন ওই কোরিয়ান মহিলা ইউটিউবার ।
আদিত্য ঘটনার কথা উল্লেখ করে টুইটারে লিখেছেন,’গত রাতে খারে হাজার হাজার মানুষের সামনে এক কোরিয়ান স্ট্রিমারকে এই লোকেরা শ্লীলতাহানি করেছে। এটি একটি জঘন্য ঘটনা এবং ব্যবস্থা নেওয়া দরকার। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তারা যেন কোনো ভাবেই আইনের হাত থেকে নিস্তার না পায় ।’
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত এফআইআর নথিভুক্ত করে দুই অভিযুক্ত মুবিন শেখ এবং মোহাম্মদ আনসারিকে গ্রেপ্তার করেছে । শুক্রবার তাদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় । আদিত্য-অথর্ব এবং মুম্বাই পুলিশের ভূমিকায় খুশি হয়ে কোরিয়ান মহিলা ইউটিউবার মিয়োচি টুইটারে লিখেছেন, ‘এখনও আমি ভারতকে ভালোবাসি ।’ এদিকে তাঁর সম্ভ্রম রক্ষা করে বিশ্বের দরবারে ভারতকে দুর্নামের হাত থেকে রক্ষা করায় আদিত্য ও অথর্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা ।।