এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ নভেম্বর : কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এবারে চাঁদনি চকের একটি বহুতলে আগুন লেগেছে বলে জানা গেছে । আজ শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চাঁদনি চকের ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকার ওই বহুতলে আগুন লাগার খবর পেয়ে দমকলের ৫ টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে । শেষ পর্যন্ত দমকলের ইঞ্জিনগুলির প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । ব্যাপক কালো ধোঁয়ার কারনে যাতে আশপাশের বাসিন্দাদের কেউ অসুস্থ না হয়ে পড়ে তার আগে গোটা এলাকা খালি করে দেওয়া হয় । তবে অগ্নিকাণ্ডের কারন নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে ।
স্থানীয় সূত্রে খবর,ওই বহুতলে বেশ কয়েকটি ইলেকট্রনিকসের দোকান আছে । তার মধ্যে একটি টিভির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় । নিমেষের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় । এমনকি দমকলকর্মীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে বহুতলের ভিতরে ঢুকতে হয় ।
প্রসঙ্গত,কলকাতায় প্রায় নিয়মিত ব্যবধানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে । গত শুক্রবার কলকাতা সংলগ্ন হাওড়ার ফোরশোর রোডের একটি গুদামে আগুন লেগে বহু কোটি মূল্যের সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । এর আগে চাঁদনি চকের এলআইসির ভবনে আগুন লেগেছিল । গত সেপ্টেম্বর মাসেও চাঁদনি চক মার্কেট সংলগ্ন একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।।