দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ এপ্রিল : যাত্রীবাহী বাস থেকে বোমার মশলা পাচারকারীকে গ্রেফতার করল কলকাতার এসটিএফ এবং কাটোয়া থানার পুলিশের যৌথ বাহিনী । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম এজাবুল শেখ । পূর্বস্থলী থানার খড়দত্ত পাড়া এলাকার বাসিন্দা ওই দুষ্কৃতীকে শনিবার এসটিকেকে রোডে কাটোয়ার গড়াগাছাগামী একটি যাত্রীবাহী বাস থেকে গ্রেফতার করা হয়েছে । ধৃতের কাছ থেকে দুটি প্যাকেটে মোট ৬ কেজি বোমার মশলা উদ্ধার করেছে পুলিশ । এদিকে বাসের মধ্যে এভাবে বোমার মশলা পাচারের কথা চাওড় হতেই যাত্রীদের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । বোমার মশলা পাচারের জন্য দুষ্কৃতীরা যাত্রীবাহী বাসকে বেছে নেওয়ায় চিন্তায় পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,বোমা তৈরিতে মূলত দু’রকমের রাসায়নিক বা মশলা ব্যবহার হয় । লাল রঙের আর্সেনিক সালফায়েড এবং সাদা রঙের পটাসিয়াম ক্লোরাইড । বিহার থেকে আসে এই রাসায়নিক । রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দুই রাসায়নিক পৌঁছে দিতে বীরভূমকে করিডর হিসাবে ব্যবহার করে দুষ্কৃতীরা । আর এই মশলা পাচার চক্রের অন্যতম সদস্য এজাবুল শেখ ।
জানা গেছে,একটি খুনের মামলায় সন্দেহভাজনের তালিকায় রয়েছে এজাবুল । এই কারনে এমনিতেই তাকে খুঁজছিল পুলিশ । এদিন তার বোমার মশলা পাচারের পরিকল্পনার কথা গোপন সুত্রে খবর পেয়ে আগে থেকেই তৈরি ছিল কলকাতার এসটিএফ এবং কাটোয়া থানার পুলিশের যৌথবাহিনী । একটি নির্দিষ্ট বাসের জন্য কাটোয়ায় এসটিকেকে রোডে সাদা পোশাকে তাঁরা ওঁত পেতে বসেছিলেন । এরপর গড়াগাছাগামী ওই যাত্রীবাহী বাসটি আসতেই ঘিরে ফেলে তাঁরা । প্রথমে বাস থেকে নামানো হয় এজাবুল শেখকে । তারপর খুব সাবধানে প্যাকেট বন্দি ওই দুই রাসায়নিক উদ্ধার করে পুলিশ । এই চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতকে ম্যারাথন জেরা চালাচ্ছে পুলিশ ।।