এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ এপ্রিল : সোমবার বিজেপির ‘কালীঘাট চলো’ অভিযানে একটা বাংলা খবরের চ্যানেলের সাংবাদিকের কলার ধরার অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে । টিভি ৯ বাংলা চ্যানেলের সাংবাদিক সৌরভ দত্তের সঙ্গে এহেন আচরণ করা হয়েছে বলে অভিযোগ । আজ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির ‘কালীঘাট চলো’ অভিযানে সংবাদমাধ্যমকে ছবি তুলতে বাধা দেয় পুলিশ । এনিয়ে সৌরভ দত্ত পুলিশকে প্রশ্ন করলে এক পুলিশ কর্মী তাঁর কলার ধরে টেনে নিয়ে যায় । নিগৃহীত সাংবাদিক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অন্যান্য পুলিশ কর্মীরা ‘সরি’ বলে বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে অভিযুক্ত পুলিশ কর্মী হলেন কলকাতা পুলিশের এসিপি অভিজিৎ সমাদ্দার । তিনি রাজ্য পুলিশকে ‘চটিচাটা দলদাস পুলিশ’ বলে আখ্যায়িত করে ক্ষোভ উগরে ।
ওই টিভি চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিকের কলার ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’সাংবাদিক নিগৃহীত, কলকাতা প্রেস ক্লাব শীত ঘুমে, সংবাদ সংস্থার বড় কর্তারা উদাসীন !’ তিনি লিখেছেন, ‘গতকাল চাকরি চুরির বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ‘কালীঘাট চলো’র ডাক দেওয়া হয়েছিল যেখানে যুব মোর্চার আন্দোলনকে ছত্রভঙ্গ করতে মমতা পুলিশ মিছিল থেকে আমাদের নেতা কর্মীদের সঙ্গে কি ভাবে দাগী অপরাধীদের মতো আচরণ করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছে তা গোটা বাংলার মানুষ চাক্ষুষ করেছেন।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম ও চটিচাটা দলদাস পুলিশের এই রোষ থেকে বাদ যায় নি। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের এসিপি অভিজিৎ সমাদ্দার কিভাবে পেছন থেকে টিভি ৯ বাংলার সাংবাদিক সৌরভ দত্ত’র কলার চেপে ধরেছেন। সৌরভ বাবুর মতো সাংবাদিকরা তাদের নিজেদের কাজটুকুই করছিলেন খবর সংগ্রহ করার। সাংবাদিকরা এটাই করবেন, কারণ এটাই তাঁদের কাজ, কিন্তু দলদাস মমতা পুলিশ তাদের মালিকের বিরুদ্ধে নেতিবাচক খবরের সম্প্রচার আটকাতে সবরকম পন্থাই অবলম্বন করছে।
এইপর কলকাতা প্রেস ক্লাবকে নিশানা করে তিনি লিখেছেন,’এতো কিছুর পরেও কলকাতা প্রেস ক্লাব শীত ঘুমে ও সংবাদমাধ্যম সংস্থাগুলোর বড় কর্তারা উদাসীন। সাংবাদিকদের সাথে পুলিশের এমন ঘৃন্য আচরণের বিরুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা জানিয়ে কোনো বিবৃতি নেই। অবশ্য এটাই স্বাভাবিক কারণ উক্ত কর্ণধাররা ও উচ্চ পদস্থ তথাকথিত ‘সাংবাদিক’-রা মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন ভ্রমণে সঙ্গী হয়ে উচ্ছিষ্ট গ্রহণ করার সুবর্ণ সুযোগের ঋণ মেটাতে ব্যস্ত। শুধু তাই নয়, তাঁবেদারি করার সময় দিগ্বিদিক্ জ্ঞান বিসর্জন দিয়ে উন্মাদের মতো’ পিছনে’ হাঁটার প্রদর্শনী তে অংশগ্রহণ করে নিজেদের ভাঁড় প্রমাণ করতেও পিছপা হন নি।
সুতরাং তাদের তো কিছু তো প্রতিদানে এই নিরবতা ফিরিয়ে দিতে হবেই। একজন সহকর্মী সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে সংহতির বার্তা দেওয়ার জন্য শক্ত শিরদাঁড়ার প্রয়োজন হয়।’
সব শেষে শুভেন্দু অধিকারী লিখেছেন,’সৌরভ বাবুদের মতো নির্ভিক সাংবাদিকরা এতো প্রতিকূলতা সত্বেও সঠিক খবর বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এর জন্য আমি তাদের কুর্ণিশ জানাই, সেই সাথে পুলিশের এই ধরনের আচরণের তীব্র নিন্দা করছি।’।
Kolkata: Police grab journalist by the collar while gathering news, Shuvendu Adhikari expresses anger against ‘chatichat Daldas police’