এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ সেপ্টেম্বর : কলকাতায় কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ তিন জন বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। এবার গ্রেফতার করা হল রাকেশ সিংহের ছেলে শিবম সিংহকে। শনিবার দুপুরে রাকেশ সিংহের বাড়িতেও তল্লাশি চালায় এন্টালি থানার পুলিশ।তবে বিজেপি নেতার খোঁজ মেলেনি। কিন্তু তল্লাসির নামে রাকেশ সিংহের স্ত্রী,ছেলে ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে৷ আজ সোমবার সন্ধ্যায় রাকেশ সিংহের বাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশকে নিশানা করে বিরোধী দলনেতা বলেছেন, “এরা পুলিশ নাকি রেজিস্টার্ড গুন্ডা” ।
তিনি বলেন,রাকেশ এর বিরুদ্ধে কেস করেছে কারণ রাকেশ অন ক্যামেরা ছিল । পারলে গ্রেফতার করবেন । পারলে জেল খাটাবেন । রাকেশ যদি পারে তাহলে আইনি লড়াই করে বেরিয়ে আসবে । সেটা আলাদা বিষয় । কিন্তু, এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে মারধোর করা, রাকেশের ছেলে স্পটে ছিল না,কোথাও তাকে ক্যামেরায় দেখাতে পারবেন না । কিন্তু তাকে একই মামলায় ট্যাগ করে দেওয়া, এটা কি ? এরা পুলিশ নাকি রেজিস্টার্ড গুন্ডা ? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে। মনোজ কুমারকে বাড়িতে গিয়ে ক্ষ্যাপা কুকুরের মত লাগিয়ে দেওয়া, এইসব ছোট ছোট বাচ্চাদের মারধর, গৃহবধূকে মেরে রক্তাক্ত করে দিয়েছে , বাচ্চা মেয়েটার গোটা শরীরে মেরেছে, এরা পুলিশ ? ভারতীয় নয়া সংহিতাতে বলা আছে আসামের বাড়ির লোক তো দূরের কথা, আসামের গায়ে স্পর্শ পর্যন্ত পুলিশ করতে পারবে না।’
শুভেন্দু বলেন, ‘আর রাকেশ ক্রিমিনাল নয় । সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব । তার বিধান ভবনে গিয়ে আন্দোলন নিয়ে আমরা বিভিন্ন মতামত দিয়েছি । তার ইস্যুকে সমর্থন করেছি । তাই বলে তার বাড়ির লোকের ওপরে এভাবে হামলা করবে?
তিনি বলেন, আমরা বাড়িতে এসে দেখে গেলাম । পাশে থাকার বার্তা দিলাম । মেডিকেল রিপোর্টগুলো করালাম । মমতার নতুন মডেল এই টি-শার্ট পরা জিন্স পরা পুলিশের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব ।’
প্রসঙ্গত, সম্প্রতি বিহারের এক কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কদর্য ভাষায় আক্রমণ করেছিল । শুধু তাই নয় প্রধানমন্ত্রীর মৃতা মাকে নিয়েও কটুক্তি করেছিল ওই কংগ্রেস নেতা । তার প্রতিবাদে বিহারসহ দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের পার্টি অফিস গুলিতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি । কলকাতার বিধান ভবনে কংগ্রেসের কার্যালয়ে শুক্রবার সকালে বিজেপি নেতা রাকেশ সিংহের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন । রাকেশ সিংহের নেতৃত্বে বিজেপির পতাকা হাতে একদল সমর্থক প্রদেশ কংগ্রেস দফতরে ঢুকে পড়েন। তাঁদের মধ্যে ছিলেন বিজেপি নেতা প্রতীক পান্ডেও। এর আগে লাইভে এসে রাকেশ প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যা ঘটবে, এর পর গোটা দেশেই কংগ্রেসের বিরুদ্ধে এমন প্রতিবাদ দেখা যাবে। সেই ঘোষণা মতোই, প্রথমে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেন সমর্থকরা। তারপর দফতরে ঢুকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ।
ঘটনার অববাহিত পরেই রাকেশ সিংহের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে এন্টালি থানার পুলিশ। অস্ত্র আইনও সেই মামলার অন্তর্ভুক্ত হয়েছে । কিন্তু তল্লাশির নামে রাকেশ সিংহের বাড়িতে কলকাতা এন্টালি থানার পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগের পর শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়েছেন যে ২০২৬ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ভিডিও দেখে পুলিশ কর্মীদের চিহ্নিত করে সবকটাকে ধরে ধরে জেলে পাঠানো হবে ।।