প্রাক্তন তোমাকে আমি কখনই হতে দেবনা।
তোমাকে বাঁচিয়ে রাখব আমার কবিতায়, আমার গল্পে, আমার গানে, আমার বাস্তব অনুভূতিতে, আমার ভালোবাসার আবেগে।
আজকাল তোমার অজুহাতগুলো আমায় আর ভাবায় না।
কারণ, আমি বুঝে গেছি তুমি আমাকে কোনদিনই মন থেকে ভালবাসনি;
যা ছিল সেটা শুধু এক ক্ষণিকের ভাললাগা।
যে ভাললাগায় ভালবাসা ছিল না;
ছিল না মনের অনুভূতি, আবেগ, বাস্তবতা। তাই, এখন আর চোখের কোণায় অশ্রুবিন্দু জমা হয় না
পড়েনা দীর্ঘনিঃশ্বাস
ভাবনার জগৎ থেকে যখন বেরিয়ে বাস্তবে পা দিই, তখন সব কিছুই চোখের সামনে স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার দেখায় ।
তাই আর তোমাকে বিরক্ত করতে চাই না তোমার মতো সংযত হওয়াটা আমার এ জন্মে আর হবে না
তোমার ভালবাসার যোগ্য হয়তো আমি কোনদিনই ছিলাম না বা হয়ে উঠতে পারিনি ।
তুমি নানান অজুহাতে আমার থেকে দূরে থাকার চেষ্টা করতে ।
বুঝতে পারতাম সব কিছুই ।
তবুও যে ইচ্ছা হত তোমার সাথে ঘন্টার পর ঘন্টা ঐ ট্রাম লাইনের ধারে কৃষ্ণচূড়া গাছটার নীচে দাঁড়িয়ে দুজনে গল্প করতে ইচ্ছা হতো তোমায় রাগিয়ে দিয়ে খুব খুঁনসুটি করতে
তোমার মনে আছে? একদিন তুমি বলেছিলে—‘তুমি আর আমি ঝর্ণার নীচে দাঁড়িয়ে ভিজব’
আমি একগাল হেসে বলেছিলাম—ধ্যাৎ!তুমি আমাকে সবার সামনে থেকে নিয়েই যেতে পারবে না
সেদিন তুমি মিষ্টি গলায় বলেছিলে– ‘তোমাকে আমি ঠিক বের করে আনব
সবার সামনে থেকে
দেখে নিও
শুধু তুমি হ্যাঁ বোলো’
সেদিন ভেবেছিলাম সত্যিই তুমি আমাকে ভালবাসো।
এই তোমার মনে আছে? সেদিন সেই বিকেলের কথা— লোকজন ভর্তি রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চিৎকার বলে বলেছিলে—ভালবাসি ভালবাসি ভালবাসি আমি সেদিন সত্যি ভেবেছিলাম সত্যি ভেবেছিলাম সত্যি ভেবেছিলাম
জানো তোমার প্রতিটা কথার শব্দ আমার কানে আজও প্রতিধ্বনি হয়
মনে হয় তুমি আমার কানে কানে বলছো—আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে ভিজবে আমার সাথে?
ভিজবে তো চলে এসো আমার কাছে
ভিজব দু’জনাতে!
এ সব কথা আজ পুরানো হয়ে গেছে
বাস্তব আর কল্পনা আমি সমান করে
নিতে চেয়েছিলাম
তাই
ভাবনায় আসো
বাস্তবটা বড্ড কঠিন
যেখানে ভিড়ের মাঝে তোমাকে দেখতে পেলেও কাছে ডাকতে পারি না
চিৎকার করে ডেকে বলতে পারি না–এই!কেমন আছো? কতদিন পর দেখা হলো, ভালো আছো তো?