কবিতার ছোঁয়ায় মুছে যায় সারাদিনের ক্লান্তি
অনুভূতিরা গুটি গুটি পায়ে এসে বসে মনবাগিচায়।
অশান্তির বাতাস চলে যায় অনেক সুরে
মনগালিচা ভরে ওঠে শান্তির বাতায়নে।
এক এক সময় প্রশ্ন করি আমার কবিতাকে
কবিতা তুমি কার?
মন যে তোমায় ছুঁতে চায়
আবেগের আর্শিয়ানায়…
কেন ধরা দাওনা আমায়!
তোমায় নিয়ে ভুলতে চাই বিরহ বেদনা
এই দুমড়ে মুচড়ে যাওয়া মনটা তোমার ছোঁয়ায়
একটু প্রাণ ফিরে পায়,
সেকি তুমি জানোনা?
তোমায় নিয়ে, তোমায় সাজিয়ে, সুখী হয় এ মন।
ভালোবাসার ফুলদানিতে তোমায় আগলাতে চাই
সুরের লহরিতে তোমায় বসাতে চাই
ওই উজ্জ্বল শুভ্র জ্যোৎস্নার আলোয় তোমায় আঁকতে চাই।
মনের একাকিত্বের ভার করো দূর
তুমি বেদনাবিধুর, তুমি আমার সুখ।
তুমি আমায় ছলনায় ভোলাও না
তুমি আমার হৃদয়ের কথা শোনো
এ হৃদয়কে শান্তির বারিধারায় ধুয়ে দাও।
তোমার ছোঁয়ায় মুছে গেছে, কত অসুন্দরের ছায়া
তুমি সারিয়ে তুলেছ, না বলা কথার, মন কেমন।
তুমি ওই সোনালী রোদ্দুরের মত ঝলমল, তুমি নির্মল।
আকাশ, বাতাস নদী, পাহাড়, সাগর অতল,
তুমি বিহ্বল, তুমি নদীর স্রোতের মতোই চঞ্চল।।