কবিতা আজ হারিয়ে কৌলিন্য সতত নত শির
কবিতা আজ হারিয়ে সম্মান হয়েছে ভগ্ন নীড়।
কবিতা আজ ভুলুন্ঠিত হয়ে হারিয়েছে তার মান
কবিতা আজ সংকীর্ণতা ধারায় নিত্য করে স্নান।
কবিতা আজ নিমকি সিঙ্গাড়ায় বিকিয়েছে মাথা
কবিতা আজ স্মারকের লোভে খোলে পেন খাতা।
কবিতা আজ চেটেপুটে খায় ক্ষমতার পদধূলি
কবিতা আজ শিরদাঁড়া হীন তৈলমর্দনের বুলি।
কবিতা আজ হারিয়েছে তার প্রতিবাদের ভাষা
কবিতা আজ হিসেব করে খোঁজে সুখের বাসা।
কবিতা আজ দলাদলির ফাঁদে হারিয়েছে দাম
কবিতা আজ পদলেহনে ঝরায় অমূল্য ঘাম।
কবিতা আজ বিভাজনের সুশানিত হাতিয়ার
কবিতা আজ অমানবিকতার গোপন বিস্তার।
কবিতা আজ লোভ লালসায় জালে চরম অবক্ষয়
কবিতা আজ ক্ষমতা অর্থের কাছে মেনেছে পরাজয়।।