কবিতা তুমি আছো, আমার হৃদয় মাঝে। প্রতিনিয়ত তোমার গন্ধ পাই আমার চৌহদ্দির ঠিকানায়।
আমার হৃৎ দরজার গোপন কুঠিরে, টুকটুক শব্দে তোমার অস্তিত্ব জানান দাও। কখনো বা রুনুঝুনু শব্দে মাতাল করে তোল। প্রতি নিয়ত,প্রতিক্ষনে তোমার অবয়ব ভেসে বেড়ায় আমার উদাসি বাউল চোখে।
ভর দুপুরে কখনো ঢলেপড়া সূর্যের লাল আবিরে,মুক সন্ধ্যায়, কখনো বা গভীর নিশীথে প্রত্যক্ষ করি তোমার আবেশ।কখনো তুমি শান্ত শীতল মায়াবি হরিণী চোখের ঈশারায় ভরিয়ে দাও দেহমন, আবার কখনো ছায়ানট হয়ে রণ দুন্দুভি বাজিয়ে প্রলয় নৃত্য কর,
আমার ঘুমহীন চোখে। কবিতা, তুমি কেন ধরা দাও না? ধরতে গেলেই কেন বার বার তুমি সাদা পৃষ্ঠায় ক্যাকটাস হয়ে ভাস?