এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৬ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের রাজধানী লন্ডনের নাইটসব্রিজের কাছে তুর্কি দূতাবাসের বাইরে এক যুবকের মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরান পুড়িয়েছে । তবে সেই সময়,তাকে অন্য একজন ব্যক্তি ছুরি দিয়ে তাকে আক্রমণ করে। যে ব্যক্তি কোরান পুড়িয়েছে তার নাম হামিত কোসকুন এবং সে একজন কুর্দি। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি জলন্ত কোরানের কপি হাতে ধরে আছেন এবং তুর্কি কনস্যুলেটের দিকে মুখ করে সেটি নাড়ছেন।
এর পরে,তার উপর হামলা চালায় অন্য একজন ব্যক্তি । হামলাকারী তাকে ছুরি দিয়ে কোপায় এবং হামিত কোসকুন রাস্তায় পড়ে গেলে তাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে । পরে আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে কুর্দি কর্মী বলেন,’আমি যখন কোরান পোড়াচ্ছিলাম, তখন আমার উপর ছুরি দিয়ে আক্রমণ করা হয়। অ্যাম্বুলেন্স এবং পুলিশ এসে পৌঁছে যায় ।’ পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। কোরান পুড়িয়ে দেওয়া হামিত কসকুন এর আগে এক্স-এ ইসলামকে “সন্ত্রাসবাদের ধর্ম” হিসেবে বর্ণনা করেছিলেন।।