এইদিন ওয়েবডেস্ক,কানাডা,০৫ সেপ্টেম্বর : রবিবার কানাডার সাচকাচুয়ান প্রদেশের ১৩টি ভিন্ন স্থানে ছুরি হামলায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে । রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সাসকাচোয়ান (Royal Canadian Mounted Police Saskatchewan) জানিয়েছে,তারা সন্দেহভাজন দুই হামলাকারী ড্যামিয়েন স্যান্ডারসন( Damien Sanderson) এবং মাইলেস স্যান্ডারসনকে(Myles Sanderson) কে চিহ্নিত করতে সক্ষম হয়েছে । পলাতক ওই দুই হামলাকারীরা সন্ধান চালাচ্ছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে, ওইদিন ভোর ৫টা ৪০ মিনিটে জেমস স্মিথ ক্রি ন্যাশন এলাকায় প্রথম ছুরি হামলার ঘটনা ঘটে । তারপর পরপর আরও ১২ জায়গায় হামলা চালায় ওই দুই দুষ্কৃতী । হামলাকারীরা একটি কালো গাড়িতে চড়ে পালিয়ে যায় । এলোপাতাড়ি হামলা হলেও কিছু মানুষ আগে থেকে লক্ষ্যবস্তু ছিলেন বলে সন্দেহ পুলিশের । হামলার পরপরেই হামলাকারীদের ধরতে পুরো প্রদেশে জুড়ে সতর্কতা জারি করে পুলিশ । বিকেলের দিকে সাচকাচুয়ানের প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটোবাতেও সতর্কতা জারি হয় ।রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাচকাচুয়ানের এক কর্মকর্তা বলেন, সন্দেহভাজন দুই হামলাকারীর সর্বশেষ অবস্থান ও তারা কোথায় যাচ্ছে তা জানা যায়নি ।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘আজ যা ঘটেছে সেটা আমাদের প্রদেশের জন্য খুবই মর্মান্তিক একটি ঘটনা । সন্দেহভাজন দুই হামলাকারীর মধ্যে সম্পর্ক কি সম্পর্ক রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে । পাশাপাশি হামলার উদ্দেশ্য এবং পুলিশের তালিকায় তাদের নাম রয়েছে কিনা দেখা হচ্ছে ।’ স্থানীয় বাসিন্দাদের অনুমান, আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে লাগাতার জাতি বিদ্বেষমূলক ঘটনা ঘটে যাচ্ছে । একই কারনে কানাডায় এই হামলার ঘটনা ঘটেছে বলে তাঁদের অনুমান ।।