এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,২৭ জুলাই : করোনা পরিস্থিতির কারনে বন্ধ স্কুল । এদিকে অভাবের কারনে ছেলেমেয়েদের টিউশনের খরচ জোটানোর সামর্থ্য নেই অনেক দুঃস্থ পরিবারের বাবা-মার । যার ফলে তাঁদের পরিবারের প্রাথমিক স্কুল পড়ুয়াদের পড়াশোনা কার্যত লাটে উঠেছে । মূলত ওই সমস্ত পরিবারের প্রাথমিক স্কুল পড়ুয়াদের জন্য ‘কিশলয় পাঠশালা’ শুরু হল পূূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ও সিআইটিইউ কাটোয়া শহর এরিয়া সমন্বয় কমিটির সহায়তায় মঙ্গলবার থেকে কাটোয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় আর্য ব্যায়াম সমিতির হলঘরে শুরু হল এই বিশেষ পাঠশালা । প্রথম দিনে ছিল ২৯ জন পড়ুয়া । মোট ৪ জন শিক্ষক মিলে ক্লাস নেন । পড়াশোনার পাশাপাশি কচিকাঁচা পড়ুয়াদের জন্য টিফিনের ব্যবস্থাও করেছিলেন শিক্ষক শিক্ষিকারা।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের কাটোয়া পশ্চিম চক্রের সম্পাদক কৌশিক দে বলেন, ‘স্কুল বন্ধ থাকায় সবচেয়ে সমস্যার মুখে পড়েছে খেটেখাওয়া পরিবারের পড়ুয়ারা । কারন পারিবারিক অভাবের কারনে তাদের টিউশন জোটে না । ফলে দীর্ঘ প্রায় দু’বছর ধরে ওই সমস্ত পরিবারের পড়ুয়াদের পড়াশোনা কার্যত লাটে উঠেছে । মুলত ওই সমস্ত পড়ুয়াদের কথা ভেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি ।’ তিনি জানিয়েছেন, সংগঠনের ১২ জন শিক্ষক শিক্ষিকা পালা করে পড়াবেন । সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোজ সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দুঘন্টা করে ক্লাস নেওয়া হবে । স্কুল না খোলা পর্যন্ত এই ব্যাবস্থা চালু থাকবে বলে তিনি জানান ।
এদিন আর্য ব্যায়াম সমিতির হলঘরে দেখা গেল করোনা বিধি মেনে পড়ুয়াদের মুখে মাস্ক পড়িয়ে ও নির্দিষ্ট দূরত্বে বসিয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষক- শিক্ষিকারা । দীর্ঘ দিন পর ছেলেমেয়েদের পড়াশোনা শুরু হওয়ায় খুশি অবিভাবকরা । খুশি পড়ুয়ারাও ।।