এইদিন ওয়েবডেস্ক,পিয়ংইয়ং,০৭ ডিসেম্বর : দু’হাতে ধরা একটা কাগজ । একমনে কাগজটা পড়ছেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন । পড়তে পড়তে হঠাৎ একটা রুমাল বের চোখ মুছতে শুরু করেন তিনি । ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ওলি লন্ডন নামে এক ‘এক্স’ ব্যবহারকারী লিখেছেন,’কিম জং উন উত্তর কোরিয়ার নারীদের আরও বাচ্চা নিতে বলার সময় কাঁদছেন । স্বৈরশাসক দেশের মায়েদের সভায় বক্তৃতা করার সময় চোখের জল ফেলেন কারণ তিনি দেশের জন্মহার বাড়ানোর জন্য মহিলাদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন ।’
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি জানিয়েছে যে কিম বলেছেন যে দেশে ক্রমহ্রাসমান জন্মহার মোকাবেলা করতে এবং শিশুদের যত্ন এবং মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। কিম বলেন, দল ও দেশের জন্য যখন তিনি ব্যস্ত থাকেন, তখনও তিনি তার মায়ের কথা ভাবেন। জাতীয় ক্ষমতায়নে নারীদের ভূমিকার জন্যও কিম ধন্যবাদ জানান।
২০২৩ সালে জাতিসংঘের জনসংখ্যা তহবিল অনুসারে, উত্তর কোরিয়ায় জন্মহার মাত্র ১.৮ । উত্তর কোরিয়ায় প্রতিবেশী দেশগুলোতেও জন্মহার কম । ১৯৯০-এর দশকে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের মারাত্মক ক্ষতি এবং এর কারণে তীব্র খাদ্য সংকট দেখা দেয় উত্তর কোরিয়ায়। উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা বর্তমানে আড়াই কোটি ।।