এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৫ ফেব্রুয়ারী : বরপন বাবদ অর্থ না পেয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করে চম্পট দিয়েছিল স্বামী । মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ধরা পড়ল ‘খুনি স্বামী’ । বাংলাদেশের হবিগঞ্জের নবীগঞ্জের গৃহবধূ রাজনা বেগম (১৯)কে খুনের ঘটনায় মৃতার স্বামী জাকারিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯ । বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান ।
জানা গেছে,পেশায় অটোরিকশা চালক জাকারিয়ার সঙ্গে গত বছর দেখাশোনা করে বিয়ে হয়েছিল রাজনার । বিয়ের পর তাঁরা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে সফিক মিয়ার বাড়িতে ভাড়ায় থাকছিলেন । সোমবার রাতে সেখান থেকে রাজনা বেগমের গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ । তখন থেকেই বেপাত্তা ছিল জাকারিয়া । ঘটনায় রাজনা বেগমের ভাই সুফি মিয়া নবীগঞ্জ থানায় জাকারিয়ার বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করেন । অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্তের সন্ধান চলছিল । শেষ পর্যন্ত র্যাব-৯ এর হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত স্বামী ।
শুক্রবার এনিয়ে সংবাদিক সম্মেলন করেন র্যাবের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান । তিনি জানিয়েছেন,বিয়ের পর বরপন বাবদ অটোরিকশা কেনার জন্য টাকা চেয়ে রাজনাকে চাপ দিচ্ছিল জাকারিয়া । গত সোমবার এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একপ্রস্থ অশান্তি হয় । তার মাঝেই রাজনার হাত পা বেঁধে শশুড় বাড়ি ফোন করে টাকার জন্য দাবি করে জাকারিয়া । কিন্তু শ্বশুরবাড়ি থেকে টাকা দিতে অস্বীকার করলে সে ওড়না দিয়ে রাজনার মুখ চেপে ধরে বটি দিয়ে তার গলার নলি কেটে ফেলে । এরপর ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে সে মুন্সীগঞ্জ পালিয়ে যায় । শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান ।।