এইদিন ওয়েবডেস্ক,সাহারানপুর,২৪ মে : স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । স্ত্রীর গর্ভের সন্তানটি কন্যা হওয়ার আশঙ্কা ছিল স্বামীর । গর্ভপাতের জন্যে চাপও দিয়েছিল সে । কিন্তু স্ত্রী রাজি হননি । শেষে মসজিদের ছাদ থেকে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঠিলে ফেলে দিয়ে খুন করল স্বামী । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরর জেলার কুতুবশের থানা এলাকায় । নিহত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনি স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মোহম্মদ উসমান ৷ সে কুতুবশের থানা এলাকার ৬২ ফুটা রোডে অবস্থিত একটি মসজিদের ইমাম । রবিবার (২২ মে, ২০২২) বিকেলে মসজিদের কাছে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কুতুবশের থানার ভারপ্রাপ্ত আইসি পীযূষ দীক্ষিত ।
উসমানের বাড়ি উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার বন্দরজুদ মুজাহিদপুর সাটিওয়ালায় (Bandarjood Mujahidpur Satiwala) । বছর দশেক আগে ৬২ ফুটা রোডের বাসিন্দা খুরশিদা বেগম ও ইকরাম মারহুমের মেয়ে হিনার সঙ্গে তার দেখাশোনা করে বিয়ে হয়েছিল । বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন হিনা । বিয়ের পর ৬২ ফুটা রোডে অবস্থিত ওই মসজিদে ইমামের কাজ করতে শুরু করেন উসমান। জানা গেছে,সম্প্রতি মসজিদের ছাদ থেকে পড়ে মারা যান হিনা । তাঁকে কবর দিয়ে দেওয়া হয় । কিন্তু হিনার বাপের বাড়ির সন্দেহ হয় । রবিবার মৃত মহিলার মা এনিয়ে একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেতেই উসমানকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে,পুলিশি জেরায় নিজের অপরাধের কথা কবুল করেছেন উসমান । সে পুলিশকে জানায়, তার স্ত্রী হিনা আট মাসের অন্তঃসত্ত্বা । তিনি একটি ছেলে চেয়েছিলেন । তাই স্ত্রীর গর্ভস্থ সন্তানটি ছেলে না মেয়ে তা জানতে ‘জাদুকরী’ বিদ্যা প্রয়োগ করেছিলেন । আর তখন তিনি জানতে পারেন যে তাঁর গর্ভে একটি কন্যা রয়েছে । সেই কারনে তিনি হিনাকে কয়েকবার গর্ভপাত করতে বলেছিলেন, কিন্তু তিনি রাজি হননি । এরপর ১২ মে দুই ব্যক্তির সহায়তায় স্ত্রীকে মসজিদের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেন । হিনার মা খুরশিদাকে ‘জাদুবিদ্যা’ নিয়ে একটা অজুহাত খাড়া করে তাকে বোঝাতে সক্ষম হয় উসমান । এরপর মৃতদেহটি কবরস্থ করা হয় ।
জানা গেছে,খুনের কথা কোনোভাবে ফাঁস হয়ে যায় । নিহত হিনার মা খুরশিদার কানে বিষয়টি যেতেই তিনি পুলিশের দ্বারস্থ হন । রবিবার থানায় গিয়ে তিনি উসমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করেন । অভিযোগ পেতেই ওই দিনেই উসমানকে পাকড়াও করে পুলিশ । পাশাপাশি মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, অপর দুই অভিযুক্ত পলাতক । তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।