এইদিন ওয়েবডেস্ক,ব্রাহ্মণবাড়িয়া(বাংলাদেশ),১৭ মার্চ : প্রেমিককে পেতে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে নিজের দুই শিশুসন্তানকে খুন করেছিল গৃহবধু । পরে ঘটনার মোড় ঘোরাতে রটিয়ে দেয় নাপা সিরাপ খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে দুই ছেলের । তবে শেষ রক্ষা হয়নি । পুলিশের জেরায় নিজের অপরাধের কথা কবুল করেছে ‘খুনি মা’ । ঘটনাটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার । পুলিশ লিমা বেগম নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে । তবে তাঁর প্রেমিক সফিউল্লা পলাতক । তার সন্ধান চালাচ্ছে পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা লিমা বেগম আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন । তাঁর স্বামী ইসমাঈল হোসেন কাজ করেন স্থানীয় একটি ইটভাটায় । তাঁদের দুই সন্তান ইয়াছিন ও মোরসালিন । তাদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে । অন্যদিকে একই চালকলে কাজ করে সফিউল্লা । সেই সুবাদে রিমার সঙ্গে পরিচয় । ধীরে ধীরে দু’জনে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ।
গত ১০ মার্চ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় দুই শিশুর । লিমা বেগম প্রতিবেশীদের জানায় নাপা সিরাপ খেয়েই নাকি মারা গেছে তাঁর দুই সন্তানের । কিন্তু স্ত্রীর এই দাবিকে বিশ্বাস করেননি ইসমাঈল । বুধবার মাঝরাতে লিমা বেগম ও তাঁর প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে একটি মামলা রজু করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন এনিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন,’অভিযোগ পেতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল মৃত শিশুদের মা লিমা বেগমকে । তিনি নিজের সন্তানদের খুনের কথা কবুল করলে তাঁকে গ্রেফতার করা হয় ।’পুলিশ সুপার বলেন,’প্রাথমিক তদন্তে জানা গেছে সফিউল্লা ও লিমা বেগম বিয়ে করার পরিকল্পনা করেছিলেন । কিন্তু পথের কাঁটা ছিল মহিলার দুই শিশুসন্তান । তাই তাদের পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে তারা খুনের পরিকল্পনা করে । সেই পরিকল্পনা মোতাবেক গত ১০ মার্চ দুই সন্তানকে বিষ মেশানো মিষ্টি খেতে দেন ওই মহিলা । কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই শিশু । এরপর নাপা সিরাপ খেয়ে মারা যাওয়ার খবর রটিয়ে দেন ওই মহিলা ।’ তিনি জানিয়েছেন, এই খুনের মামলায় দ্বিতীয় অভিযুক্ত তথা ধৃত মহিলার প্রেমিক সফিউল্লার সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।