এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৮ ফেব্রুয়ারী : রোহিঙ্গা শরণার্থী বিদ্রোহী গোষ্ঠী, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর নেতা কো কো লিন তার অনুসারীদের বিরোধী রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গণহত্যা চালানোর আহ্বান জানিয়ে প্রায় ৩ মিনিটের একটি অডিও বার্তা জারি করেছে । ওই বার্তায় লিন বলেছেন,’যেভাবে আপনি মশা মারেন সেভাবে তাদের হত্যা করুন । আপনি যেভাবে পোকামাকড় মারেন সেভাবে তাদের হত্যা করুন ।’ তিনি আরও নির্দেশ দেন তার অনুসারীদেরকে, ‘আশ্রয়স্থল থেকে টেনে বের করে তাদের ছুরিকাঘাত করে হত্যা করুন । তারা জানাজার নামাজের যোগ্য নয়। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার কাফন দেওয়া উচিত নয় ।’ কো কো লিন, যিনি একজন স্বীকৃত ধর্মীয় নেতা নন, অডিও বার্তায় এই হত্যাকাণ্ডকে ন্যায্যতা দিয়ে বলেছেন,’এগুলিকে হত্যা করা পাপ হবে না, এবং যারা এদের হত্যা করবে তারা সেদিন কেয়ামতের কাছে শহীদদের মতো পুরস্কৃত হবে ।’
চট্টগ্রামে অবস্থানরত কো কো লিনকে তার অনুসারীদের উখিয়ার ক্যাম্পে অবস্থিত আরসার সদস্যদের গণহত্যা চালানোর নির্দেশ দিতে শোনা যায় ।
প্রসঙ্গত,গত ১৮ জানুয়ারী, আরএসও জিরো পয়েন্ট শরণার্থী শিবিরে একটি হিংসাত্মক অভিযানে অংশ নেয়, দাবি করে যে নো ম্যানস ল্যান্ড সেটেলমেন্ট ধ্বংস করা তাদের “অনিবার্য দায়িত্ব” ছিল যেখানে তাদের চিরশত্রু, আরসা একটি ঘাঁটি তৈরি করেছিল । এই অভিযানের ফলে সাড়ে চার হাজার রোহিঙ্গা বাস্তুচ্যুত হয় এবং একাধিক জনের মৃত্যু হয় । এখন এই অডিও বার্তার প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা স্পষ্ট নয় ।।