এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৯ মার্চ : দূষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে নিশীথ কুমার শাসিত বিহার ।মুক্তিপণের দাবিতে একের এক অপহরণের ঘটনা ঘটেই চলেছে । এবারে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রকে অপহরণের ঘটনা ঘটেছে । পাটনার নিকটবর্তী বিহতা থানা এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক রাজকিশোর পণ্ডিতের ছেলে তুষারকে অপহরণ করে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুষ্কৃতীরা । মিডিয়া রিপোর্টে জানা গেছে,গত ১৬ মার্চ কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা রাস্তা থেকে তুষার কুমার পণ্ডিতকে তুলে নিয়ে যায় । পরে রাজকিশোরবাবুর হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । মেসেজে বলা হয় তাঁর ছেলে বর্তমানে অচেতন অবস্থায় আছে । মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে । এরপর ওইদিন রাত্রি ১১ টার দিকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রাজকিশোর পণ্ডিত । জানা গেছে, এই মামলায় একটি এসআইটি গঠন করা হয়েছে, এবং ছাত্রকে উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে । তবে এখনো ওই কিশোরের কোনো হদিশ করতে পারেনি পুলিশ ।
এদিকে একই দিনে অপহৃত হয়েছিলেন মুজাফফরপুরের প্রখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার এসপি সিং-এর একমাত্র ছেলে বিবেক কুমার(২৬) । অপহরণকারীরা কান্তি ওভার ব্রিজে একটি বেসরকারি স্কুলের কাছে তাকে একটি স্করপিও গাড়িতে জোর করে তুলে নিয়ে যায় । পরে অপহরণকারীরা যুবকের বাবার কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে । যদিও ডিএসপি পশ্চিম অভিষেক আনন্দের নেতৃত্বে পুলিশ দল ১৮ মার্চ সকালে আরার ভোজপুরের জাভেদ নগর কলোনি থেকে যুবককে উদ্ধার করতে সক্ষম হয় ।
এর আগে গত ১৪ মার্চ ভোরের দিকে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা বিহারের সরনের মুসাফেল থানা এলাকার বাসিন্দা সুনীল রাইকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল ৬-৭ জন অজ্ঞাতপরিচয় মুখোশধারী । ওইদিন ভোরে সুনীল রাই প্রাতভ্রমণে বের হলে তার বাড়ির কাছে দুষ্কৃতীরা তাকে একটি স্করপিওতে তুলে নিয়ে যায় । এই ঘটনার কিছুদিন আগে গত ৩ মার্চ পাটনার গান্ধী সেতু থেকে অপহৃত হয়েছিলেন ডঃ সঞ্জয় কুমার নামে একজন এনএমসিএইচ চিকিৎসক । যদিও আজও তাঁর হদিশ করতে পারেনি পুলিশ । এছাড়া মধুবনীতে কর্মরত রাজ্য সরকারের আধিকারিক রাজেশ মিশ্র গত মাসে মুজাফফরপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন । এর বাইরেও অসংখ্য অপহরণের ঘটনা ঘটেছে বিহারের বিভিন্ন জেলায় । এমনকি মুক্তিপণ না দেওয়ায় অপহৃতদের কয়েকজনকে প্রাণে মেরে ফেলাও হয়েছে বলে খবর । ফলে বিহারের মুখ্যমন্ত্রী নিশীথ কুমারের নেতৃত্বে রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে ।।