এইদিন ওয়েবডেস্ক,নরসিংদী(বাংলাদেশ),২০ জানুয়ারী : এক হিন্দু কিশোরকে ভরা বাজার থেকে অপহরণ করেছিল কিছু অজ্ঞাত লোকজন ৷ ছেলেটিকে মুক্তি দেওয়ার শর্তে তার বাবার কাছ থেকে একলক্ষ টাকা মুক্তিপণও আদায় করে অপহরণকারীরা । ছেলেকে ফিরে পেতে টাকাও দেন বাবা । কিন্তু কিশোরকে খুন করে নদীর জলে ফেলে দেয় তারা । অপহরণের ৫ দিন পর নদীর জল থেকে ওই হতভাগ্য কিশোরের দেহ উদ্ধার হয় আজ সোমবার । বাংলাদেশের নরসিংদী জেলার ঘটনা । মৃত কিশোরের নাম অনয় চন্দ্র মোদক(১৩)। আজ সোমবার সকালে আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার হয় । এই ঘটনার পর চরম সঙ্কটে পড়েছে বাংলাদেশের হিন্দুদের জীবন । কখন বাংলাদেশি জিহাদিদের হাতে বেঘোরে তাদের প্রাণ চলে যায় এই ভেবে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ।
অনয় চন্দ্র মোদক নরসিংদীর বেলাব উপজেলার বেলাব মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে। সে বেলাব পাইলট সরকারি মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল । জানা গেছে, গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় বাড়ি থেকে পড়াশোনার কিছু উপকরণ কিনতে বেলাব বাজারে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় ওই দিন রাতেই বেলাব থানায় সাধারণ ডায়রি করে তার পরিবার ।নিখোঁজের পর অজ্ঞাত নাম্বার থেকে তাকে অপহরণ করা হয়েছে দাবি করে, এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তাদের কথামত মুক্তিপণ হিসাবে পরিবারের পক্ষ থেকে টাকাও দেওয়া হয়। কিন্তু লাখ টাক মুক্তিপণ দিয়েও অনয়কে জীবিত পেলোনা পরিবার।।