এইদিন ওয়েবডেস্ক,গাজীপুর,২০ সেপ্টেম্বর : বাংলাদেশের গাজীপুর জেলার বাসন থানা এলাকায় ১৪ বছরের স্কুল ছাত্রীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরনকারী মহম্মদ মোবারক ( ১৮) ও তার বাবা-মা । মেয়েটি বাসন থানার ভোগড়া বাজারের গাজীপুর মডেল একাডেমি স্কুলের ছাত্রী । গত ১১ আগস্ট ২০২৫ তারিখে সকাল সাড়ে ৮টার নাগাদ স্কুলের দিকে স্কুলের সামনে থেকে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায় ওই যুবক । পরিবারের সহায়তায় সে মেয়েটিকে কোনো এক অজ্ঞাতস্থানে আটকে রেখে মেয়েটির বাবা গৌরচন্দ্র দাসের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ।
এদিকে বিগত প্রায় এক মাস মেয়ের কোনো সন্ধান না পেয়ে গাজীপুর জেলার বাসন থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন গৌরচন্দ্র দাস । অভিযোগে তিনি জানিয়েছেন, তিনি ভোগড়া বাইপাসে জনৈক শিপন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন । দিনাজপুর জেলার বাসিন্দা মহম্মদ মোবারক নামে অভিযুক্ত খুবই খারাপ স্বভাবের । তার মেয়ে তন্বি রানী দাসকে স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করত । তিনি অভিযুক্তের পরিবারের কাছে মেয়েকে বিরক্ত না করার জন্য আবেদন জানালে মহম্মদ মোবারক আরও বেপরোয়া হয়ে ওঠে । এরপর ১১ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যায় মোবারক । গৌরবাবুর অভিযোগ, অভিযুক্তের পরিবার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তারা কোনো কিছু তথ্য দিতে অস্বীকার করে ; উল্টো তারা তাকে নানাভাবে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে ।
এদকে ঘটনার এক মাস পার হলেও এখনো মেয়েটির সন্ধান পায়নি তার পরিবার । গৌরচন্দ্র দাস বলেন, ‘আমাদের সংসার এখন শ্মশানের মতো। রান্না নেই, খাওয়া নেই, ঘুম নেই। আমরা জানি না মেয়ে বেঁচে আছে নাকি নেই।’ ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানান, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’ কিন্তু স্থানীয় হিন্দুদের সন্দেহ যে মেয়েটিকে উদ্ধারের বিষয়ে পুলিশের আদপেই কোনো আগ্রহ নেই ।।