এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ আগস্ট : ফুটবল মাঠে খেলা চলাকালীন আক্রান্ত হলেন রেফারি । মেদিনীপুর জেলার একটা ফুটবল ম্যাচের উত্তেজক মুহূর্তের ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে কোন একটা সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ম্যাচের রেফারিকে লাথি মেরেছেন মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।
ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন,’ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারি কে লাথি !!! পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠের বিতর্কে রেফারি কে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।
যাকে মারছে তিনি হলেন শ্রী লক্ষণ মান্ডি, খড়্গপুর সাব ডিভিশন রেফারি এসোসিয়েশন এর সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। তিনি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সদস্য ও বটে।
আমি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার কে অনুরোধ করবো তপশিলী জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ ও ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে, নচেৎ শ্রী লক্ষণ মান্ডি কে সুবিচার পাওয়াতে ওনাকে সব রকম সহায়তা করবো।
আসলে তৃণমূলের সংস্কৃতি হলো রেফারি কে কুরুচিকর আক্রমণ শানানো, তা ভোটের ময়দানের ক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশন কে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক অথবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ময়দানে এই পুঁচকে-পাঁচকা তৃণমূলী রাজা খান হোক।’
শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, গোলাপি রঙের জার্সি পরা রেফারির সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন একজন ব্যক্তি । ওই ব্যক্তিকে রেফারিকে ধাক্কা দিয়ে উত্তেজিতভাবে কিছু বলতে দেখা গেছে । পরে ব্যক্তিটি জুতো পরা অবস্থায় লাথি মারে রেফারিকে । তবে খেলাটি কবে, কোথায় এবং কোন দুই দলের মধ্যে হয়েছিল তা জানাননি শুভেন্দু অধিকারী । তবে ম্যাচটি দিন রাতের ছিল ।।