জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ নভেম্বর : রাজ্যের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৭২ সালে স্থানীয় একদল ছন্নছাড়া যুবকের উদ্যোগে কালীপুজোর হাত ধরে গুসকরা ‘ছন্নছাড়া’ ক্লাবের যাত্রা শুরু হয়। পঞ্চাশ বছর অতিক্রম করার পরও তারা থেমে নাই। ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার মহাসমারোহে অনুষ্ঠিত হয় আসন্ন কালীপুজো উপলক্ষ্যে খুঁটিপুজো। পুজোয় অংশগ্রহণ করেন ক্লাব সম্পাদক কুশল মুখার্জ্জী।
খুঁটি পুজো উপলক্ষ্যে উপস্থিত ছিলেন গৌতম দাস (বড়), গৌতম দাস (ছোট), কার্তিক পাঁজা, কপিল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলী বেগম সহ ক্লাবের প্রায় সমস্ত সদস্যরা। কুশল বাবু বললেন,শুধু গুসকরা নয় আশেপাশের এলাকার জনসাধারণের মধ্যে ‘ছন্নছাড়া’ ক্লাবের কালীপুজো নিয়ে একটা আলাদা আগ্রহ আছে। আশাকরি এবছরও আমাদের ক্লাব তার অতীত ঐতিহ্য বজায় রাখবে।।