এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ মার্চ : আফগানিস্তানের খোস্ত শহরের প্রথম নিরাপত্তা জেলা থেকে কাবুলের পুরানো জেলার মধ্যবর্তী স্পিনজুমাতের কাছে একটি হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণের হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি । তবে পাকিস্তানি মিডিয়া জানিয়েছে যে এই বিস্ফোরণে একজন টিটিপি কমান্ডার সহ ৬ জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছে । একটি রেস্টুরেন্টের সামনে একটি গ্যাস বেলুনের ভিতরে রাখা একটি মাইন বিস্ফোরণটি হয় । বিস্ফোরণের সময় সেখানে কিছু টিটিপি যোদ্ধারা উপস্থিত ছিল ।
জিও নিউজের মতে, নিহতদের মধ্যে আব্দুল মানান, আলম খান মুদাখিল এবং কাজীরকে টিটিপির সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে এবং বাকি তিনটি লাশের পরিচয় এখনো নির্ধারণ করা হয়নি ।তালিবান জানিয়েছে, গ্যাস বেলুনের বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। তালিবানের দাবি, একজন নিহত এবং দুইজন আহত হয়েছে ।
প্রসঙ্গত,পাকিস্তান সবসময় আফগানিস্তানে টিটিপি কমান্ডারের উপস্থিতি দাবি করে। গত সপ্তাহে পাকিস্তানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা টিটিপি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা করতে কাবুলে আসেন এবং তালিবানের সঙ্গে আলোচনা করেন ।।