এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৪ অক্টোবর : হিজাব বিধি যথাযথ মেনে না চলায় ২০২২ সালে মাহাসা আমিনি নামে এক ২২ বছরের কুর্দি তরুনীকে পিটিয়ে মারার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরানের বৃহৎ সংখ্যক মানুষ । ‘নারী জীবন স্বাধীনতা’ আন্দোলনে ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আলি খোমিনি ও ইরানের কট্টর মৌলবাদী সরকারের “মৃত্যু” কামনায় আওয়াজ উঠেছিল । মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে তারা এখন আশার আলো দেখতে শুরু করেছে । লেবাননের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েল খতম করার পর ইরানের ‘নারী জীবন স্বাধীনতা’ আন্দোলনকারীরা আশা প্রকাশ করেছে যে হয়ত ইসরায়েলের পরবর্তী নিশানায় থাকতে চলেছে সর্বোচ্চ ধর্মগুরু আলী খোমিনি । এই আশাতেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের হয়ে সামাজিক গলা ফাটাচ্ছে । দিন কয়েক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের অভ্যন্তরে ‘আমূল পরিবর্তনের’ একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন । তাতে ইরানি যুব সম্প্রদায়ের পরিবর্তনের আশা বহু গুণ বেড়ে গেছে ।
এদিকে নিজের দেশের নাগরিকদের মনোবাসনা টের পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাম টানার পন্থা অবলম্বন করেছে ইরানি কর্তৃপক্ষ । আইআরজিসি গোয়েন্দা সংস্থা ইরানিদের সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলকে সমর্থন করার বিরুদ্ধে সতর্ক করেছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে,’ইহুদিবাদী শাসনকে সমর্থন করে এমন যেকোনো কর্মকাণ্ড একটি অপরাধ, এবং অপরাধীদেরকে চূড়ান্তভাবে মোকাবেলা করা হবে ।’ বিবৃতিতে নাগরিকদের ইসরায়েলি সরকারকে সমর্থন করে এমন কোনও সামাজিক মিডিয়া কার্যকলাপের বিষয়ে গেরদাব ওয়েবসাইটের পাবলিক রিপোর্টিং বিভাগে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে, পেজ এবং তাদের অপারেটর সম্পর্কে তথ্য এবং বিশদ প্রদান করার জন্য বলা হয়েছে ।
তেহরান দেশটির কেন্দ্র ও দক্ষিণে ইসরায়েলি শহরগুলিতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ কমপক্ষে ১৮০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন । মঙ্গলবার রাতে মন্ত্রিসভার বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরান তার শত্রুদের বিরুদ্ধে তার দেশের “প্রতিশোধ নেওয়ার সংকল্প” অনুমান করতে পারছে না। তিনি আরও বলেন, “ওরা বুঝবে। আমাদের উপর যে হামলা করবে আমরা আমাদের নিয়ম মেনেই কাজ করব । ইসরায়েলে হামলা করে ভয়ঙ্কর ভুল করে ফেলেছে ইরান ৷’ এদিকে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব ।।