তুমি কি জানো তুমি কেমন দেখতে? আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কখনো প্রশ্ন করো, তোমার কোনটা সুন্দর, মন, চোখ, নাক না ঠোঁট।
কিছু কি উত্তর পাও তুমি কারো জন্য অপেক্ষা করতে পারো কিনা বা তুমি কারো ভালবাসার উপযুক্ত কিনা? না কোনো উত্তর দেয়না সে। মনটা ভেঙে যায়। মনে হয় না আমি কারো জন্য নয়। মনে হয় এক এক সময় পুরো পৃথিবী থেকে অনেক দূরে থাকি।
ভালো লাগে না কিছু। এক সময় মনে হয় কেন জন্ম হলো, শুধু কি নিজের জন্য! কখনও কি কারো হতে পারবোনা!
বেশ তো কারো হবার প্রয়োজন নেই। আমি আমার মতো থাকতে পারবো। ইচ্ছে ডানা মেলে উড়তে পারবো। বাঁধা দেবার থাকবে না কেউ। দরকার নেই কারো ভালবাসায় পরিপূর্ণ হয়ে। ভালবাসবো নিজেকে। নিজের চোখ নিজেকে ভালবাসতে শিখবে।
নিঃস্ব হয়েছো ভেবে লাভ নেই। মুষড়ে পড়ে যেও না কখনো।
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তবুও মনে জোর রেখে ঝড়ের সঙ্গে সমান তালে যুদ্ধ করে। একগাল হেসে সে তার মাতৃত্ব থেকে সরে যায় নি।
ভাবছো তুমি ও পারতে মা হতে! হ্যা তো সত্যিই তুমি একজন মা হিসেবে সাকসেস। কেন জানো। তোমার তুমিকে আজও বাঁচিয়ে রাখার শক্তি রাখতে পেরেছো। তোমার ওই শিশুসুলভ নিষ্পাপ মন তোমাকে চায়। আর তুমি তার জন্য সবচাইতে বেশি চিন্তিত।
যে নিজেকে ভালবাসতে জানে, সে পৃথিবীর সবকিছু জয় করে।
এমন একজন মানুষ গড়ে ওঠো। যার কাছে ভরসা পাবে। যে বন্ধু কখনো ঠকাবে না সে তোমার মন।
কান্না পাচ্ছে ভাবছো তা কখনো হয়! ওই যে তোমার মনের মানুষ তোমার ছায়া কখনো কোনোদিন তোমাকে ছেড়ে যেতে চাইবে না। সেই তোমার আসল বন্ধু।
এমন সম্পর্ক গড়ো যে সম্পর্কে ইগোর লড়াই নেই।
যাও অনেককাল তুমি আকাশ দেখোনি। দুহাত তুলে তাকে আলিঙ্গন করো। ভোরের প্রথম আলোতে স্নান করে স্নিগ্ধ করো নিজেকে। সন্ধ্যায় চাঁদের আলো থেকে একটু আলো চুরি করে মেখে নাও নিজেকে পবিত্র করো।
কুৎসিতে বন্দী হয়েছো, দেখো মেঘেরা কেমন ডানা মেলে ভেসে যায়। যাও তুমি বলো ও… মেঘ দাঁড়াও আমি যাবো….।।