এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ জুলাই : রাজ্যসভার সাংসদ ভি শিবদাসন একটি চমকপ্রদ দাবি করেছেন যে খালিস্তানিরা লাল কেল্লা ও সংসদে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে৷ এ বিষয়ে তিনি উপরাষ্ট্রপতিকে চিঠি দিয়ে তথ্যও দিয়েছেন। তার দাবি অনুযায়ী, যে ব্যক্তি হুমকি দিয়েছে সে শিখস ফর জাস্টিস অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। যে ব্যক্তি হুমকিমূলক ফোন করেছিলেন সে খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নুর কথাও উল্লেখ করেছে।
সাংসদ বলেন, তিনি এমপি এএ রহিমের সঙ্গে আইজিআই বিমানবন্দরের লাউঞ্জে থাকার সময় তার কাছে হুমকিমূলক ফোন আসে। এ বিষয়ে তিনি সহ-সভাপতি জগদীপ ধনখরকে চিঠিও লিখেছেন। চিঠিতে তিনি লিখেছেন, আহ্বানকারী খালিস্তান গণভোটের বার্তা সহ সংসদ ভবন থেকে লাল কেল্লা পর্যন্ত এলাকায় বোমা হামলার হুমকি দিয়েছেন।
এ ছাড়া সংসদ সদস্যদের হুমকিও দেওয়া হয়েছে, কোনো হয়রানি ছাড়া ঘটনা দেখতে চাইলে বাড়িতে থাকতে হবে। সাংসদ হুমকির কলটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উপরাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এবং দিল্লির ইনচার্জ ডিসিপিকেও জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও উদ্বেগ প্রকাশ করে তদন্তের অনুরোধ জানিয়েছেন।।