এইদিন ওয়েবডেস্ক,০৫ নভেম্বর : ১৯ নভেম্বরের পর থেকে এয়ার ইন্ডিয়াকে উড়ান বন্ধ রাখার হুমকি দিল নিষিদ্ধ খালিস্তানি সন্ত্রাসী সংগঠন শিখস ফর জাস্টিসের সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নু (Gurpatwant Singh Pannun)। ওই খালিস্থানি সন্ত্রাসী হুমকি ভিডিওতে জানিয়েছে, হুমকির পরেও উড়ান জারি থাকলে বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়ার বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে । উল্লেখ্য, ১৯ নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী। তিনি ১৯৮৪ সালের ওই দিনে দুই শিখ নিরাপত্তা রক্ষীর গুলিতে মারা যান । চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচটিও ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে । পান্নু ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপকে ‘বিশ্ব সন্ত্রাস কাপ’ বলে অবিহিত করেছে ।
ওই ভিডিওতে ভারত সরকারকে হুমকি দিয়ে গুরপতবন্ত সিং পান্নুন বলেছে,’আমরা শিখদের বলছি যে তারা যেন ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ না করেন । কারন ওইদিন বিশ্বব্যাপী এয়ার ইন্ডিয়ার বিমান উড়তে দেওয়া হবে না । শিখরা ১৯ নভেম্বরের পর এয়ার ইন্ডিয়াতে ভ্রমণ করবেন না। এটা জীবন-হুমকি হতে পারে । এটা ভারত সরকারের প্রতি আমার সতর্কবার্তা । ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা উচিত ।’
ওই সন্ত্রাসবাদী বলেছে,’আমরা যখন পাঞ্জাবকে মুক্ত করব, তখন এই বিমানবন্দরগুলির নাম হবে শহীদ বিয়ন্ত সিং এবং শহীদ সতবন্ত সিং বিমানবন্দর ।’ সে আরও বলেছে,’স্বাধীনতা আমাদের আবেগ আর কলম আমাদের অস্ত্র। আমরা ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থার মেরুদণ্ড ভেঙ্গে দিতে যাচ্ছি ।’ পান্নুর কথায়, ‘খালিস্তান গণভোটের মাধ্যমে পাঞ্জাবের স্বাধীনতার লড়াই শুরু হয়েছে। ভারত সরকারের ট্যাঙ্ক ও বন্দুক এই স্বাধীনতা সংগ্রামকে থামাতে পারবে না। এর কারণ হল শ্রদ্ধেয় গুরু সাহাব প্রতিটি শিখকে ১,২৫,০০০ বিরোধীদের মোকাবেলা করার মতো সক্ষম তৈরি করেছেন ।’ প্রসঙ্গত,ভারতের আপত্তি সত্ত্বেও খালিস্থানি সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে রেখেছে কানাডা । এখন কানাডাতে বসেই ভারতে নাশকতার ছক কষছে ওই সন্ত্রাসবাদী সংগঠনটি ।।