এইদিন ওয়েবডেস্ক,০৬ জুলাই : খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নু (Gurpatwant Singh Pannu) আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে । বিগত ২ মাসে ব্রিটেন ও কানাডা থেকে আসা ৩ খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার, অবতার সিং খান্দা এবং পরমজিৎ সিং পাঞ্জওয়ারের মৃত্যুর পরে তিনি আত্মগোপনে ছিলেন । কে বেছে বেছে খালিস্থানি সন্ত্রাসীদের হত্যা করছে তা নিয়েও জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় । কেউ কেউ এজন্য এনএসএ অজিদ দোভালকে কৃতজ্ঞতা জানাচ্ছেন । কিছু অতি-উৎসাহী লোক ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ( R&AW) কে প্রচুর ধন্যবাদ জানাচ্ছেন । তবে খালিস্তানি বা মার্কিন সরকার কেউই এই বিষয়ে কিছু নিশ্চিত করেনি ।
খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নু, এসএফজি (শিখস ফর জাস্টিস) এর প্রতিষ্ঠাতা । তার উপর সাড়ে তিন লাখ ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল । দীপক চৌরাসিয়া নামে এক ইউজার্স টুইট করেছেন,’সড়ক দুর্ঘটনায় মারা গেলেন খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নু ! এসএফজি খালিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিলেন । এই সেই একই খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নু যিনি পাঞ্জাবকে খালিস্তান বানানোর স্বপ্ন দেখছিলেন।
একের পর এক খালিস্তানি সন্ত্রাসীদের মৃত্যুর পর অন্য খালিস্তানি সমর্থকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । তিনি আরও লিখেছেন,’ বলা হচ্ছে যে তিনি গত ৬০ দিনে ৩ খালিস্তানি সন্ত্রাসী – হরদীপ সিং নিজ্জার, অবতার সিং খান্দা এবং পরমজিৎ সিং পাঞ্জওয়ারকে হত্যা করার পরে লুকিয়ে ছিলেন।
পান্নু আমেরিকার হাইওয়ে ১০১-এ দুর্ঘটনার শিকার হন। সূত্র থেকে এ তথ্য পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি ।’।