এইদিন ওয়েবডেস্ক,সিডনি,০৫ মে : অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনির রোজহিলের স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালিয়েছে খালিস্তান সমর্থকরা । আজ শুক্রবার সকালে পুরোহিত মন্দিরে দেবতার নিত্যসেবা করতে গিয়ে দেখতে পান মন্দিরের সামনের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে । পাশাপাশি সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে খালিস্তানের পতাকা । হ্যারিস পার্কের বাসিন্দা পুরোহিত সেজল প্যাটেল বলেন,”আজ সকালে আমি যখন দেবতার নিত্যসেবা করতে যাই, তখন দেখি মন্দিরের সামনের দেয়াল ভেঙে ফেলা হয়েছে । বিষয়টি তৎক্ষনাৎ মন্দির কর্তৃপক্ষকে জানাই । এরপর এনএসডজলু পুলিশকে রিপোর্ট করা হয় ।’ পুলিশ জানিয়েছে, মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মেলবোর্নে তিনটি মন্দির এবং ব্রিসবেনে দুটি মন্দিরকে হামলা চালিয়েছিল খালিস্তান সমর্থকরা । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের ভারত সফরের সময় মন্দিরে হামলার প্রসঙ্গটি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পরে নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অ্যান্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া মন্দিরের হামলা বরদাস্ত করা হবে না । তারপর দীর্ঘ প্রায় দুই মাস চুপচাপ থাকার পর খালিস্তানপন্থীরা ফের উৎপাত আরম্ভ করে দিয়েছে । উল্লেখ্য,আগামী ২৪ মে কোয়াড সামিটে সিডনি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার ঠিক আগেই সিডনিতে ফের মন্দিরে হামলার ঘটনা ঘটল ।।