এইদিন ওয়েবডেস্ক,ব্রাম্পটন,৩১ জানুয়ারী : কানাডায় হিন্দু মন্দিরে ফের হামলা চালালো খালিস্থানপন্থীরা । এবার কানাডার ব্রাম্পটনের (Brampton) শ্রী গৌরীশঙ্কর মন্দিরকে নিশানা করেছে খালিস্থানিরা । রাতের অন্ধকারে মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে গেছে ‘খালিস্থান জিন্দাবাদ’সহ ভারত বিরোধী শ্লোগান । বার বার একই ঘটনা ঘটায় কানাডায় বসবাসকারী হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
বিষয়টি ‘কানাডায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত’ বলে অবিহিত করেছেন টরন্টোয় ভারতের কনস্যুলেট জেনারেল । মঙ্গলবার কানাডায় ভারতীয় কনস্যুলেট অফিস থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে,মন্দির ভাঙচুরের এই জঘন্য কাজ কানাডায় ভারতীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে । পাশাপাশি কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে এনিয়ে উদ্বেগ প্রকাশ করে কনস্যুলেট জেনারেল বলেছেন, ভারতীয় ঐতিহ্যের প্রতীক ওই মন্দিরটি । সেখানে বিদ্বেষমূলক বার্তা দিয়ে ভাংচুর করা নিন্দনীয় কাজ ।
তবে ব্রাম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের জুলাই থেকে কানাডায় অন্তত তিনটি একই ধরনের ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে ভারতের বিদেশ মন্ত্রক কড়া ভাষায় একটি বিবৃতি জারি করেছিল । বিবৃতিতে বলা হয়েছে যে কানাডায় ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণা এবং অন্যান্য ভারতবিরোধী কার্যকলাপ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারত সরকার কানাডা সরকারকে এসব ঘটনার যথাযথ তদন্ত করার আহ্বান জানিয়েছে ।
প্রসঙ্গত,খালিস্থানপন্থীদের যথেষ্ট প্রভাব রয়েছে কানাডায় । সে তুলনায় ভারতীয় হিন্দুদের সংখ্যা নগন্য । আর এই দূর্বলতার সুযোগে হিন্দুদের বার বার নিশানা করে আসছে খালিস্থানপন্থীরা । খালিস্থানপন্থীদের এই হামলা রুখতে কানাডা সরকারকে সচেষ্ট হওয়ার জন্য একাধিকবার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি ।।