প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ ডিসেম্বর : ধান বোঝাই লরিতে ধাক্কা মারার পর আগুন ধরে যাওয়া কয়লা বোঝাই লরিতেই ঝলসে মারা গেলে খালাসী ।মৃত ব্যক্তির নাম সেখ সুলতান ওরফে সাগর। তাঁর বাড়ি বীরভূম জেলাই চিনপাই নারায়ণপুরে । বুধবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির চৌমাথা মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে । তার কারণে বেশ কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সেই খবর পেয়েই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় । খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে । খালাসীর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্তানীয় সূত্রে জানা গিয়েছে ,কয়লা বোঝাই লরিটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তার আগে আগে যাচ্ছিল ধান বোঝাই একটি লরি ।জাতীয় সড়কে গলসির চৌমাথা মোড় এলাকার একটি চালকলের নাইটগার্ড পার্থ চক্রবর্তী তখনও ডিউটিরত ছিলেন।
তিনি জানান,কয়লা বোঝাই লরিটি তার সামনে থাকা ধান বোঝাই লরিটির পিছনে ধাক্কা মারতেই কয়লা বোজাই লরিতে আগুন ধরে যায় । সেই আগুন ছড়িয়ে পড়ে সামনের ধানের গাড়িতেও।
ধাক্কার জেরে কয়লা বোঝাই লরির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আটকে যায় লরির খালাসী। তারই মধ্যে চালক কোনক্রমে ওই নিজেকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও, খালাসী বেরিয়ে আসতে পারে না । লরির কেবিনের ভিতরেই আগুনে ঝলসে যায় খালাসীর দেহ । তাতেই তার মৃত্যু হয় । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে দুটি গাড়ির আগু নেভায়। তারপর পুলিশ জাতীয় সড়ক থেকে গাড়ি দুটিকে সরিয়ে নিলে জাতীয় সড়ক স্বাভাবিক হয় ।।