দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ এপ্রিল : ‘সৌরবাতি চোখ বুজেছে,পানীয়জল উধাও/
সৃষ্টি ছাড়া উন্নয়ন, প্রধান জবাব দাও’,অথবা ‘বছর বছর উন্নয়ণ, বছর বছর লাভ/ টাকা চুরি স্বজনপোষণ, এটাই তোমার স্বভাব/ কিন্তু এবার ভোট এসেছে, হিসাব তুমি দাও/ জনগনের ভোটে হেরে বিদায় তুমি নাও’, এছাড়া ‘ড্রেনের জলে রাস্তা বেহাল, এই তো উন্নয়ন/এবার তোমায় ধরবে চেপে, জাগছে জনগণ’-পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার খাজুরডিহি পঞ্চায়েত এলাকার দেওয়ালে দেওয়ালে অথবা বিদ্যুতের পোলগুলিতে সাঁটানো হয়েছে পঞ্চায়েতের অনুন্নয় নিয়ে কবিতার ছন্দে খোঁচা দেওয়া এই ধরনের অসংখ্য পোস্টার । ফলে পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখেই বেজায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস শাসিত খাজুরডিহি পঞ্চায়েত । তবে ওই পোস্টারগুলি কে বা কারা সাঁটিয়েছে তা স্পষ্ট নয় । কারন পোস্টারে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কোনো নাম উল্লেখ করা হয়নি ।
আজ রবিবার সকালে খাজুরডিহি অঞ্চলের আকাইহাট, বিকেহাট প্রভৃতি এলাকার বাসিন্দাদের ওই পোস্টারগুলি নজরে পড়ে । ফলে পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে ১৯ জন সদস্য বিশিষ্ট খাজুরডিহি পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় পানীয়জলের প্রকল্প চালু করা হলেও মণ্ডলহাট, চরপাতাইহাট, খাজুরডিহি ও পাঁচঘড়া এলাকায় এখনো পানীয়জলের সমস্যা রয়েছে । এলাকায় ৯ টি হাইমাষ্ট লাইট লাগানো হয়েছে । কিন্তু পানুহাট ইদারাপাড়ের হাইমাষ্ট লাইটটি অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘদিন । এযাবৎ সেটি মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ । এছাড়া মণ্ডলহাটসহ কয়েকটি এলাকায় নিকাশিনালার সমস্যা রয়েছে । এদিনের ওই পোস্টারগুলিতে ওই সমস্ত অনুন্নয়নের কথা কাব্যিক ছন্দে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস শাসিত খাজুরডিহি পঞ্চায়েতকে খোচা দেওয়া হয়েছে ।
পোস্টার প্রসঙ্গে বিজেপির পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ কৃষ্ণ ঘোষ বলেন,’তৃণমূলের নেতারা কাটমানি খেতেই ব্যস্ত,এলাকায় উন্নয়ন করেনি । তাই মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক ।’

যদিও খাজুরডিহি পঞ্চায়েতের প্রধান আন্না দত্ত মণ্ডল দাবি করেন,’এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে ।এসব বিরোধীদলের চক্রান্ত ।’।