এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,২৪ ডিসেম্বর, : অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর এদেশী পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী রবিউল ইসলাম । আশ্রয়দাতা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ডাঙ্গারহাট এলাকার বাসিন্দা খাইরুল মণ্ডল তাকে ভুয়া পরিচয়পত্রও করে দিয়েছিল । বছর খানেক ধরে নিরুপদ্রব জীবনযাপন করছিল ওই বাংলাদেশি । কিন্তু শেষ রক্ষা হল না,রবিবার গভীর রাতে ডাঙ্গারহাট এলাকায় হানা দিয়ে বাংলাদেশি রবিউল ইসলাম ও তার আশ্রয়দাতা খাইরুল মণ্ডলকে পাকড়াও করল কুমারগঞ্জ থানার পুলিশ। পরের দিন ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তুলে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
জানা গেছে,রবিউল ইসলামের নামে যে ভুয়া আধার করে দেওয়া হয়েছিল তাতে জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের কুশরাপাড়া ঠিকানা দেওয়া হয়েছে । সেই ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে বিগত এক বছরের অধিক সময় ধরে বিভিন্ন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজও করেছে । অবশ্য বাংলাদেশের পরিচয়পত্রও রয়েছে তার কাছে । এদিকে মুর্শিদাবাদ,ক্যানিং প্রভৃতি এলাকায় একের পর এক বাংলাদেশি কুখ্যাত সন্ত্রাসবাদী ধরা পড়ায় রবিউল ইসলামকে নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে । কি উদ্দেশ্যে সে এতদিন ধরে কুমারগঞ্জ এলাকায় লুকিয়ে ছিল এবং তার সাথে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । এক্ষেত্রে তার আশ্রয়দাতা খাইরুল মণ্ডলের ভূমিকাও তদন্তকারী দলের র্যাডারে রয়েছে ।।