এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ মে : মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ একটা গানের ভিডিও পোস্ট করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । গানটির লিরিক মূলত পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে রচিত । সমবেত কন্ঠে গাওয়া “কি চুরি কি চুরি” গানের লিরিক নিচে তুলে ধরা হল :
“খাইলো রে খাইলো, সবই পিসি খাইলো,
চাল-ঘর-পথ কিচ্ছু না ছাড়ে ।
বাজিল বাজিল, শেষের বাঁশি বাজিল,
বাংলা আর সইবে না রে ।
উড়ু উড়ু ভাইপো করে
দুরু দুরু প্রাণ ইডির কারনে ।
পিসির মাথা ঝিম ঝিম করে
দুর্নীতি সব ঢাকবে কেমনে ?
ভোটের বাজারে দুকুল ভেসেছে
ডুবেছে ডুবেছে পিসির তরী ।
কি চুরি কি চুরি কি চুরি কি চুরি
যেদিকে তাকাবে চোরে ছড়াছড়ি ।
স্বৈরাচারীর রূপ পিসির, বাংলা গন কেস।
ভাইপো করে কয়লা পাচার গরু নিরুদ্দেশ ।
টাকাতে ভরল টালির ঘর
তবুও লোভের নেই শেষ ।
ইডির কথা শুনলে ভাইপো বুক করে ধড়াস
দুর্নীতিতে ডুবে পিসি-ভাইপো বারোমাস ।
মানুষ হচ্ছে নাজেহাল
বাংলা হলো যে নিঃশেষ ।
কি চুরি কি চুরি কি চুরি কি চুরি
যেদিকে তাকাবে চোরে ছড়াছড়ি ।
পাইলো রে পাইলো ইডির নোটিশ পাইলো
ভাইপোর হাত গরু পাচারে ।
বাড়িলো বাড়িলো লোক পিসির ব্যথা বাড়িলো
ছাব্বিশে আর ফিরবে না রে ।”
শেষে বলা হয়, ‘বাংলাকে অপশাসনের হাত থেকে মুক্ত করতে আজই সপথ নিন’ । অমিত মালব্য লিখেছেন, ‘আজ ২০শে মে। ১৪ বছর আগে এই দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন! এরপর যা ঘটেছিল তা ছিল শাসনব্যবস্থা নয়, বরং এক বিরাট বিশ্বাসঘাতকতা, এক বিরাট লুটপাট ! আর মা-মাটি-মানুষের কাছে করা প্রতিশ্রুতির কী হবে? মা লঙ্ঘিত হয়েছে, মাটি হলো পিসি-ভাইপোর লোভের মাধ্যম, মানুষ হলো জীবন থেকে বঞ্চিত। ‘কি চুরি’ যথাযথভাবে বাংলার সেই বিশাল ডাকাতির কথা প্রকাশ করেছেন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজও চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ১৪ বছর ধরে, বাংলার মানুষ এই দুঃস্বপ্ন সহ্য করেছে। কিন্তু আর নয়! ২০২৬ সালে, বাংলা জেগে উঠবে এবং পিশি-ভাইপো সিন্ডিকেটের বিশাল চুরির বিরুদ্ধে বিদ্রোহ করবে! সইবে না আর বাংলা!’

