দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ সেপ্টেম্বর : জাল আধারকার্ড তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । কেতুগ্রামের কুলুট গ্রামের বাসিন্দা মোহন শেখ(২৫) নামে ওই যুবককে শনিবার রাতে গ্রামেরই একটি দোকান থেকে পাকড়াও করা হয় । তবে পুলিশ আসার আগেই চম্পট দেয় দোকান মালিক মুর্শেদ আলম মির্জা ৷ পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে ৷ ধৃত ও পলাতক দোকান মালিকের বিরুদ্ধে জালিয়াতি, জাল নথি ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে । রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাকে দু’দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
জানা গেছে,কুলুট গ্রামের বাসিন্দা মুর্শেদ আলম মির্জা ‘তথ্যমিত্র কেন্দ্র’ পরিচয় দিয়ে বেশ কিছুদিন ধরেই ওই দোকানটি চালিয়ে আসছিল । ভূয়ো তথ্য ব্যবহার করে জাল আধারকার্ড তৈরি করে দিয়ে তারা মোটা টাকা কামাচ্ছিল । কিন্তু গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ওই দোকানে অভিযান চালালে ধৃত মোহন শেখ কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপর তাকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি পুলিশ দোকান থেকে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি আই স্ক্যানার, একটি প্রিন্টার, আধারকার্ড সংশোধনের ফর্মসহ একাধিক সামগ্রী উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলি খতিয়ে দেখা হচ্ছে ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে,ভূয়ো তথ্য ব্যবহার করে জাল আধারকার্ড তৈরির কারবার বেশ কিছুদিন ধরেই চালিয়ে আসছে ওই চক্রটি । এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে বলে সন্দেহ পুলিশের ।।