এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : ছেলের সামনেই মাকে গনধর্ষণের চেষ্টার ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম মহিবুল শেখ (২৯) ও তার দাদা সফিকুল শেখ ওরফে মফি (৩৪)। কেতুগ্রামের চরসুজাপুর গ্রামে তাদের বাড়ি । যদিও ধৃত মহিবুলের বাবা আলাউদ্দিন শেখের অভিযোগ যে তার ছেলের মুদিখানা দোকানে দুই লক্ষাধিক টাকা ধার রয়েছে ওই মহিলার । সেই টাকা চাইতে গেলে তার ছেলেদের উপর হামলা চালায় মহিলা ও তার ছেলে । মহিবুলের মাথা ফেটে যায়। আক্রান্ত মহিলাও পুলিশের কাছে স্বীকার করেছেন মহিবুলদের সঙ্গে তাঁদের পুরানো বিবাদ রয়েছে ।
জানা গেছে,নির্যাতিতা বধূ ও অভিযুক্তদের পাশাপাশি বাড়ি। বাড়িতেই মুদিখানা দোকান রয়েছে মহিবুলদের। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে বছর ৩৭-এর ওই মহিলা তার ২৩ বছর বয়স্ক ছেলের বাইকে চড়ে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে স্বাস্থ্য পরীক্ষা করার উদ্দেশ্যে রওনা হন । কিন্তু ফাঁকা মাঠে তিনটি বাইকে চড়ে ৬ এসে তাদের পথ আটকায় । মহিবুল, সফিকুল সহ তিনজন মিলে তাকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে । প্রতিরোধ করলে তাকে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ । অপর ৩ জন তার ছেলেকে ব্যাপক পেটায় । ঘটনার পর গভীর রাতের দিকে বধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । এদিকে অভিযোগ ও পালটা অভিযোগে অতান্তরে পড়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।