দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৩ ডিসেম্বর : বীরভূম থেকে বেশ কিছু গরু এনে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাচুন্দি হয়ে ভাগিরথী পেড়িয়ে নদীয়ায় পাচারের মতলব করেছিল ৪ গরু পাচারকারীর দল । কিন্তু বৃহস্পতিবার রাতে তারা কেতুগ্রামের পাচুন্দির রাস্তা ধরে উদ্ধারনপুরের ফেরিঘাটের দিকে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় । বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আইজুদ্দিন মণ্ডল, রোহিত খাদিম ওরফে কালু, সিরাজুল শেখ ওরফে সিরা,এবং শেখ আকবর নামে ওই চার গরু পাচারকারীকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ । ধৃতদের মধ্যে প্রথম ৩ জনের বাড়ি নদীয়া জেলার কালিগঞ্জ থানা এলাকায় । শেখ আকবর বীরভূমের সিউড়ি থানার হরাইপুর গ্রামের বাসিন্দা । পাশাপাশি একটি গাড়িসহ ১৯ টি আটক করেছে কেতুগ্রাম থানার পুলিশ । শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । আইজুল মণ্ডল ও শেখ আকবরকে পুলিস হেফাজত ও বাকিদের জেল হেফাজতে পাঠানো হয় ।
প্রসঙ্গত,পূর্ব বর্ধমানের কাটোয়া ও নদীয়া জেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে ভাগিরথী নদী । এতদিন গরু পাচারের জন্য মূলত কাটোয়াকে করিডর হিসাবে ব্যবহার করে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার গরু পাচারকারীরা । গরুর দল কাটোয়া থেকে নৌকায় চাপিয়ে ভাগিরথী পেড়িয়ে নদীয়ায় নিয়ে যাওয়ার পর তা বাংলাদেশে পাচার করে দিত পাচারকারীরা । কিন্তু গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর থেকে কড়াকড়ি শুরু করেছে পুলিশ । ফলে প্রায়ই গরু পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ে যাচ্ছে পাচারকারীরা ।।