এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,১৮ নভেম্বর : রাত করে বাড়ি ফেরায় বকাঝকা করেছিলেন বাবা । আর সেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছেলে । মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বর্ধমান জেলার কেতুগ্রাম থানার নিরোল গ্রামে । মৃত পড়ুয়ার নাম সৌমেন দত্ত(১৭)। সে নিরোল হাইস্কুলের ছাত্র ছিল । আগামীবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তার । এদিকে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সৌমেনের বাবা রবীন্দ্রনাথ দত্ত এবং মা পম্পাদেবী ।
নিরোল গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ দত্ত একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পম্পাদেবী গৃহবধূ । দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছিল সৌমেন । পরিবার সূত্রে জানা গেছে,দিন কয়েক আগে বীরভূমের সিউড়িতে মামাবাড়ি গিয়েছিল সৌমেন । শনিবার বাড়ি ফিরেছিল । রবিবার রাতে গ্রামে রাসের শোভাযাত্রায় অংশগ্রহণ করে ওই কিশোর । বাড়ি ফিরতে অনেক রাত হলে রবীন্দ্রনাথবাবু ছেলেকে বকাঝকা করেন । যদিও রাতে খাওয়া দাওয়ার পাশে শুয়েই ঘুমোয় সৌমেন । আজ সোমবার সকালে রবীন্দ্রনাথবাবু কাজে যাওয়ার জন্য অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েন । তখন দেখেন ছেলে ঘুমচ্ছে । তিনি শৌচকর্ম ও স্নান সেরে ফের ঘরে আসতেই ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্তবস্থায় দেখতে পান । চিৎকার করে লোকজন ডাকাডাকি করার পাশাপাশি দ্রুত দড়ি কেটে ছেলেকে নিচে নামান । ইতিমধ্যে প্রতিবেশীরাও ছুটে আসে । এরপর কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । একটা জলজ্যান্ত প্রাণ এভাবে চলে যাওয়ায় কিছুতেই মেনে নিতে পারছেন না মৃত কিশোরের পরিবার, পরিজন ও প্রতিবেশীরা ।।