এইদিন ওয়েবডেস্ক,তিরুবন্তপুরম,০১ ফেব্রুয়ারী : কেরালার বিজেপি নেতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) ওবিসি মোর্চা রাজ্য সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসের নৃশংস হত্যাকাণ্ডের মামলায় নিষিদ্ধ ইসলামী সন্ত্রাসী সংগঠন এবং তার রাজনৈতিক সংগঠনের ১৫ সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । তারপর থেকেই সাজা ঘোষণা করা মহিলা বিচারক এখন ইসলামিক মৌলবাদীদের হুমকির মুখে পড়তে হচ্ছে । সাজা ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদিরা বিচারককে প্রাণনাশের হুমকি দিতে শুরু করেছে । এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । পাশাপাশি বিচারকের নিরাপত্তা বাড়ানো হয়েছে ।
গত ৩০ জানুয়ারী রঞ্জিত শ্রীনিবাস হত্যাকাণ্ডের মামলায় নিষিদ্ধ ইসলামিক সংগঠনের ১৫ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দেন কেরালার আলাপুঝায় মাবেলিক্কারা আদালতের বিচারক ভিজি শ্রীদেবী । কিন্তু এই রায় ঘোষণার পর থেকে জিহাদিদের হুমকির মুখে পড়তে হচ্ছে বিচারককে । এমনকি ইসলামিক মৌলবাদীরা সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ঘৃণামূলক প্রচার চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে তাঁর ছবি ।
জানা গেছে,বিচারক শ্রীদেবীকে হুমকি দেওয়ার অভিযোগে কেরালা পুলিশ অন্তত ৬টি মামলা নথিভুক্ত করেছে । বিবি কিউ, আসলাম ভালপ্পুচা, নাজির মন খলিল, আজাদ আমীর, রাফি তিরুবনন্তপুরম এবং শফিক নামে ওই জিহাদিদের বিরুদ্ধে হিংসা ছড়ানোয় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে । ইতিমধ্যে দুই জিহাদিকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তরা হল নাঈম, মোহাম্মদ আসলাম, অনুপ, আজমল, আবদুল কালাম ওরফে সালাম, আবদুল কালাম, সফরুদ্দিন, মানশাদ, জসিব রাজা, নাভাস, সমীর, নাজির, জাকির হুসেন, শাজি এবং শেরনুস । ৮ নং আসামী যখন রঞ্জিতকে হত্যা করছিল, তখন অভিযুক্ত নং ৯ থেকে ১২ জন বিপজ্জনক অস্ত্র নিয়ে তার বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল । এই ঘটনায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অনুপের ফোন থেকে উদ্ধার করা হিটলিস্টে রঞ্জিত শ্রীনিবাসসহ দেড় শতাধিক ব্যক্তির নাম ছিল। আর সেই হিটলিস্টে ছিল মূলত বিজেপি ও হিন্দু সংগঠনের অনেক নেতাদের নাম ।।