এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১০ জুলাই : ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরালার নার্স নিমিশা প্রিয়াকে বাঁচাতে ১০ লাখ ডলার ‘দিয়াহ’ বা ‘রক্তের মূল্য’ দেওয়ার প্রস্তাব করা হয়েছে । তার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে ৪০,০০০ ডলার বিদেশ মন্ত্রণালয়ের তরফে আগেই স্থানান্তর করেছে । নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আগামী ১৬ জুলাই কার্যকর করার কথা । এর আগে, গত বছর নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ।
তবে ইয়েমেনের ইসলামী বিচার ব্যবস্থা প্রিয়াকে আশার শেষ আলো দেখায়, সেটি হলো ভুক্তভোগীর পরিবারকে ‘রক্তের মূল্য’ দেওয়ার মাধ্যমে ক্ষমা পাওয়া । নিমিশার মা, কেরালার একজন দরিদ্র গৃহকর্মী, মেয়েকে বাঁচানোর শেষ প্রচেষ্টায় ২০১৪ সালের এপ্রিল থেকে ইয়েমেনে রয়েছেন। তিনি মাহদির পরিবারের সাথে আলোচনার জন্য ইয়েমেনভিত্তিক সমাজকর্মী স্যামুয়েল জেরোমকে মনোনীত করেছেন।
‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’ নামে একটি লবি গ্রুপ এই উদ্দেশে ক্রাউডফান্ডিং করে অর্থ সংগ্রহ করছে এবং জেরোম জানিয়েছেন মাহদির পরিবারকে ১০ লাখ ডলার অনুদানের প্রস্তাব দেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাহদির পরিবার যদি প্রিয়াকে ক্ষমা করে দেয়, তাহলেই কেবল তাকে বাঁচানো সম্ভব। ওই নার্সের আত্মীয়স্বজন এবং সমর্থকরা মাহদির পরিবারকে ১০ লাখ ডলার ‘দিয়াহ’ বা ‘রক্তের মূল্য’ দেওয়ার প্রস্তাব করেছেন।
সমাজকর্মী এবং কাউন্সিলের সদস্য বাবু জন বলেন, প্রসিকিউশনের মহাপরিচালক কারা কর্তৃপক্ষকে ফাঁসির তারিখ জানিয়ে দিয়েছেন। আমরা এখনো তাকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু শেষ পর্যন্ত পরিবারকে (মাহদির) ক্ষমার জন্য রাজি হতে হবে।।

